• শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসেরবাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক অনুষ্ঠিতযুবদের নিয়ে নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নঅপরাধ দমনে কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি ইমন কান্তি চৌধুরীফরিদুল মোস্তফার ৬ মিথ্যা মামলা প্রত্যাহার চাই বিএমএসএফভুলন্ঠিত মানবতা বিচারের বাণী নিভৃতে কাঁদে ৬ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মিথ্যা মামলা, পুলিশী ষড়যন্ত্রে আটকে আছে পাসপোর্ট

উপজেলা নির্বাচনকে ঘিরে ঈদগাঁওতে নতুন পুরাতন প্রার্থীদের দৌঁড় ঝাঁপ

মোহাম্মদ ফয়সাল: ঈদগাঁও থেকে ফিরে এসে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

মোহাম্মদ ফয়সাল:


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই এবার আলোচিত হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন।

ইতোমধ্যে নির্বাচন কমিশনের সচিব গণমাধ্যমের কাছে উপজেলা পরিষদ নির্বাচনের ইঙ্গিতও দিয়েছেন। ঈঙ্গিত প্রদানের পরপর সারা দেশের ন্যায় ঈদগাঁওতে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ শুরু হয়েছে।

 

এ উপজেলার আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে একাধিক প্রার্থী নির্বাচনী কার্যক্রম শুরু করছেন। নির্বাচনে নিজের পক্ষে সমর্থন ও দোয়া চেয়ে তাঁরা মাঠে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন।

মত বিনিময় করছেন বিভিন্ন মহলের নেতাকর্মীদের সাথে।

নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দেয়ার অপেক্ষায় রয়েছেন বেশ কয়েকজন পুরনো প্রার্থী।

তাই এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দেখা মিলবে নতুন ও পুরাতন মুখ।

বেশ কয়েকজন প্রার্থীর নাম ইতোমধ্যে গ্রামীন জনপদে উচ্চারিত হচ্ছে।

সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম লোকমুখে শোভা পাচ্ছে।

তৎমধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ পরিচিতি ও জনপ্রিয় মূখ সাবেক সহ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটি,সাবেক ছাত্র নেতা

আজিজুর রহমান চৌধুরী।

তিনি ২০১০ সালে সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে

অংশগ্রহণ করেছিলেন।

অসম্ভব সহজ সরল সাদা নরম মনের পরোপকারী আজিজুর রহমান চৌধুরীর রয়েছে পারিবারিক ঐতিহ্য।

এলাকায় দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর পেশার মানুষের সাথে রয়েছে তার আত্নার সম্পর্ক।

টিকাদারির ব্যাস্ততার কারণে সারা বছর দেশ বিদেশে

বিভিন্ন স্থানে গেলেও এলাকার মানুষের সাথে তার সার্বক্ষনিক যোগাযোগ রয়েছে।

জাতির জনকের দল বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় হাই কমেন্ডের সাথে রয়েছে তার রাজনৈতীক সম্পর্ক।

নিজের খাবার অনাহারীর মূখে বিলিয়ে দিয়ে মানসিক শান্তি পাওয়া এই নেতাকে আগামী উপজেলা চেয়ারম্যান হিসেবে পেলে ঈদগাঁও বাসীর উপকৃত হবেন বলে মনে করছেন,সেখানকার সুশীল সমাজ।

 

এদিকে,কক্সবাজার সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুরের ও রয়েছে নিজস্ব ভোট ব্যাংক।

ইতিপূর্বে তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে একজন সফল চেয়ারম্যানের খ্যাতি থাকায় এলাকার লোকজন তার কথ ও ভাবছেন।

 

অপর দিকে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক ছাত্রনেতা আবু তালেব।

 

এবারের শক্তিমান প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।

অন্য প্রার্থী সেলিম আকবর।

তিনি কক্সবাজার সদর উপজেলা পরিষদের গত নির্বাচনে আনারস প্রার্থী হয়েছিলেন।

 

এবারের প্রার্থীতার মধ্যে অন্যতম রয়েছেন,সৌদি প্রত্যাগত সামসুল আলম।

তিনি সৌদি আরবের মক্কা আওয়ামী লীগ সভাপতি।

তিনি একজন৷ অন্যতম আলোচিত প্রার্থী।

ইতোমধ্যে তিনি নির্বাচনি মাঠঘাট চষে বেড়াচ্ছেন।

তবে এবারের প্রার্থীদের মধ্যে আজিজুর রহমান চৌধুরী,সৌদি প্রবাসী সামশুল আলম ও আবু তালেব একই ইউনিয়ের প্রার্থী হওয়ায়,দুনিয়ার সব শক্তি প্রবাসী সামশুল আলমের পক্ষে কাজ করলেও পরাজয় ছাড়া জয়ের কোন সম্ভাবনা নাই বলে মনে করছেন অনেকেই।

 

এসব প্রার্থীদের পক্ষে শুভাকাঙ্খীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে প্রচার- প্রচারণা চালাচ্ছেন।

কোন কোন প্রার্থী তাদের হারানো পিতা- মাতার কবর জেয়ারতের মধ্য দিয়ে উপজেলা নিবার্চনের প্রচারণা ইতোমধ্যে শুরু করেছেন।

ঈদগাঁও উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আবু সুফিয়ান জানান, নবগঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৭ হাজার ৭৩৭ জন।

এরমধ্যে ৪৭ হাজার ৪৯৪ জন পুরুষ ৪০ হাজার ২৪৩ জন মহিলা ভোটার রয়েছেন।

এ উপজেলায় তৃতীয় লিঙ্গ বা অন্যান্য শ্রেণীর কোন ভোটার নেই। তিনি আগামী ১১ মে এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান।


আরো বিভন্ন নিউজ দেখুন