• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে পাহাড় ধস : পৃথক ঘটনায় মা-শিশুসহ ৬ জনের মৃত্যু বৃষ্টি বিপর্যস্ত কক্সবাজার,হোটেল কক্ষে বন্দি পর্যটকরা; পাহাড় ধসে দুই পরিবারের ছয়জনের মৃত্যু এখন থেকে কক্সবাজারে কোনো পুলিশকে ঘুষ দিতে হবে না: নবনিযুক্ত এসপি কুতুবদিয়ার শীর্ষ ডাকাত শাহরিয়া অস্ত্র সহ আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান হুইপ কমলের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার না করার দাবী অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকসহ চার সাংবাদিককে সম্মাননা দিবে বনেক ত্রিশালে অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলা কক্সবাজারের নতুন ডিসি সালাউদ্দিন আহমেদ বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী দুই সেনা  সদস্যের সাথে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান

ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে মোট ১৭জনের মনোনয়নপত্র দাখিল

শওকত আলম:
আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

শওকত আলম : ককসবাজার


কক্সবাজার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল রোববার (২১ এপ্রিল) ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে মোট ১৭জনের মনোনয়নপত্র দাখিল।

তার মধ্যে, চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং অফিসার ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ এ তথ্য জানিয়েছেন।

ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-এম. মমতাজুল ইসলাম, মোঃ আবু তালেব, শামশুল আলম, নুরুল কবির, ইমরুল হাসান রাশেদ, কুতুবউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ সেলিম আকবর।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, মমতাজ উদ্দিন আহমদ আহমদ করিম, বোরহান উদ্দিন মাহমুদ, আজিজুল হক রুবেল ও মোহাম্মদ আরিফ মিয়া।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-রেহেনা আক্তার, মেহেনুর আক্তার পাখি, হামিদা তাহের, কাউসার জাহান ও শাহেনা আক্তার লাকি।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই করা হবে আগামীকাল ২৩ এপ্রিল মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে, রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হবে ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি করা হবে ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। আগামী ২১ মে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
কক্সবাজার ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩৬টি ভোট কেন্দ্রে ৮৮৭৬০ জন ভোটার রয়েছে। তারমধ্যে, পুরুষ ভোটার ৪৮২৪৮ জন এবং মহিলা ভোটার ৪০৫১২ জন। নির্বাচনে ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা সহকারী রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। প্রসঙ্গত, ঈদগাঁও উপজেলা গঠন হওয়ার পর এবারই প্রথম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


আরো বিভন্ন নিউজ দেখুন

ই-পেপার