• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার শহরের “ফুলবাগ ইয়ং সোসাইটির ” উদ্বেগে ফুলবাগবাসীর মিলনমেলা অনুষ্ঠিতটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসাবেক জেলা প্রশাসক, জেলা জজসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাঈদগাঁওতে হচ্ছে না বস্ত্র মেলা আলেম ওলামাদের কথা রাখলেন লুৎফুর রহমান কাজলশহরে লাইট হাউস পাড়া অলিম্পিক বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধনটেকনাফে পাহাড় হতে অপহৃত ১৫ ভিকটিম উদ্ধার ; দূবৃর্ত্ত চক্রের দুই সহোদর আটকসৌদি আরবে গিয়ে যে ১৫ কাজ করা যাবে নাদুই রোহিঙ্গা নারী কক্সবাজারে পাসপোর্ট করতে এসে ধরা পড়লোকক্সবাজার সৈকত থেকে অবৈধ ৫০ স্থাপনা উচ্ছেদরামাদা জসিম উদ্দিন কে গ্রেফতারের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

টেকনাফে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত:৩ আহত :৫

কক্সবাজারবানী
আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

রহমত উল্লাহ :
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন । এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়,বুধবার(১০ ই ফেব্রুয়ারি) সকাল ৯.টা ৩০ মিনিটে হোয়াইক্যং উনচিপ্রাং ব্রিজের উত্তর পার্শে নাট্টিকার কোনায় স্থানে বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়।এতে টেকনাফে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত:৩ আহত :৫।
বাসের ধাক্কায় সিএনজি ভেঙে দুমড়ে মুচড়ে যায় সিএনজির যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।

নিহতরা হলেন,মরিচ্যা ঘোনা এলাকার মৃতঃ শহর মুল্লুকের ছেলে সালামত উল্লাহ (৬০) সালামত উল্লার ছেলে নজরুল ইসলাম (৩০)এবং কামরুল ইসলামের মেয়ে ৯ মাসের শিশু মরিয়ম । তারা তিনজনই টেকনাফের হ্নীলা মৌলভীবাজারের মরিষ্যাগুনা এলাকার বাসিন্দা।

আহত ব্যক্তিরা হল”দেলোয়ার, রোকেয়া, নুর নাহার, সোহানা,ও সিএনজি চালক নুর মোস্তফা মানিক এদের অবস্থা আশংকা জনক বর্তমানে তারা বিভিন্ন এনজিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানান তার স্বজনরা।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম জানান, সকালে লম্বাবিল এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে সিএনজির তিন আরোহীর মৃত্যু হয়। আহত হন আরও দু্ইজন। তারা সবাই একই পরিবারের সদস্য।

তিনি জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় আইনি বব্যস্থা নেওয়া হচ্ছে।


আরো বিভন্ন নিউজ দেখুন