• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
চোরাচালানকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে নোট নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না- রামু থানায় স্বরাষ্ট্র সচিবপ্রতিটি মানুষের জীবন অমুল্য সম্পদ অপরাধ দমনে ইসলামের পদ্ধতি সর্বজনীনআমরা ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করব: মির্জা ফখরুলসম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চায় বাংলাদেশ-তুরস্কবিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিতবৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টাবাংলা নববর্ষের শুভেচ্ছা সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ শরীর, প্রফুল্ল প্রশান্ত আত্মা আর শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক ঘরে ঘরেঅপরাধীদের জন্য আগুন প্রস্তুত রেখেছেন আল্লাহমার্চ মাসে রপ্তানিতে ১১ দশমিক ৪৪ শতাংশ প্রবৃদ্ধিনতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক : গভর্নর

টেকনাফে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত:৩ আহত :৫

কক্সবাজারবানী
আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

রহমত উল্লাহ :
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন । এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়,বুধবার(১০ ই ফেব্রুয়ারি) সকাল ৯.টা ৩০ মিনিটে হোয়াইক্যং উনচিপ্রাং ব্রিজের উত্তর পার্শে নাট্টিকার কোনায় স্থানে বাস-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষ হয়।এতে টেকনাফে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত:৩ আহত :৫।
বাসের ধাক্কায় সিএনজি ভেঙে দুমড়ে মুচড়ে যায় সিএনজির যাত্রীর মধ্যে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়।

নিহতরা হলেন,মরিচ্যা ঘোনা এলাকার মৃতঃ শহর মুল্লুকের ছেলে সালামত উল্লাহ (৬০) সালামত উল্লার ছেলে নজরুল ইসলাম (৩০)এবং কামরুল ইসলামের মেয়ে ৯ মাসের শিশু মরিয়ম । তারা তিনজনই টেকনাফের হ্নীলা মৌলভীবাজারের মরিষ্যাগুনা এলাকার বাসিন্দা।

আহত ব্যক্তিরা হল”দেলোয়ার, রোকেয়া, নুর নাহার, সোহানা,ও সিএনজি চালক নুর মোস্তফা মানিক এদের অবস্থা আশংকা জনক বর্তমানে তারা বিভিন্ন এনজিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানান তার স্বজনরা।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম জানান, সকালে লম্বাবিল এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে সিএনজির তিন আরোহীর মৃত্যু হয়। আহত হন আরও দু্ইজন। তারা সবাই একই পরিবারের সদস্য।

তিনি জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় আইনি বব্যস্থা নেওয়া হচ্ছে।


আরো বিভন্ন নিউজ দেখুন