জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হাই
গত ১৯.০৩.২০২৪ খ্রি তারিখ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশের সভাপতিত্বে অনুষ্ঠিত নৈতিক কমিটির সভায় বিস্তারিত আলোচনার প্রেক্ষিতে রাজশাহী জেলার গোয়েন্দা শাখার সাবেক পুলিশ পরিদর্শক বর্তমানে পটুয়াখালী জেলায় কর্মরত মোঃ আব্দুল হাই ২০২২-২৩ অর্থবহরের জাতীয় শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন৷ তিনি বাংলাদেশের একজন অকুতোভয় জনবান্ধব সৎ পুলিশ অফিসার৷
তিনি যেখানেই চাকরি করেছেন সেখানেই তার মানবিকতা, ন্যায়পরায়নতা এবং সৎ গুণাবলীর কারণে মানুষের মন জয় করেছেন৷ এমনকি তার বদলি বাতিলের দাবিতে আমজনতা রাস্তায় নেমে এসে মানববন্ধন করেছে৷ ইন্সপেক্টর মোঃ আব্দুল হাই কক্সবাজার জেলার মহেশখালী থানায় চাকরি করাকালীন প্রেসিডেন্ট পুলিশ মেডেল পেয়েছিলেন৷ জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে ইন্সপেক্টর মোঃ আব্দুল হাইকে উষ্ণ অভিনন্দন