ইমরানুল হক আযাদ-কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ৩নং লেমশীখালী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে শাহিদা আক্তার (১১) ও রাকিব হাসান (৬) নামে একই পরিরের দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শাহিদা আক্তার ও রাকিব হাসান ইউনিয়নের নয়াঘোনা এলাকার দিনমজুর পিতা দিদারুল ইসলামের পুত্র ও মেয়ে। আজ ৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, প্রতিদিনের মতো শাহিদা আক্তার ও রাকিব হাসান বসত বাড়ির পাশে উঠোনে খেলতে যায়।পরিবারের লোকজন অন্য কাজে ব্যস্ত থাকায় দীর্ঘক্ষণ তাদের শিশুদের দেখতে না পেয়ে খুঁজতে মরিয়া হয়ে যান।পরে আশেপাশের লোকজন খোজাখুজি করে না পেয়ে বাড়ির পাশে পুকুরে খুঁজতে গেলেই ভাসমান অবস্থায় তাদের দেখতে পাওয়া যায়।
প্রতিবেশীরা মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উল্লেখ যে, শাহিদা আক্তার ও রাকিব হাসান পূর্ব লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় ইউপি সদস্য জালাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আমি মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।