• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
ভুলন্ঠিত মানবতা,বিচারের বাণী নিভৃতে কাঁদেজাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার শিক্ষার্থীদের ১১ দফা দাবিইয়াবা মামলায় চার্জশিটভুক্ত আসামি পেলো হ্নীলা বাজারের ইজারাকুতুবদিয়া থানা পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গ্রেফতারদুই রিসোর্টে স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণপাওনা টাকা চাইতে গিয়ে হত্যার হুমকি মারধর এর শিকার যুবকসহ-দপ্তর সম্পাদক সোহেল রানা। সভায় মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জুবাইরমাদকের (এডি)এ.কে.এম দিদারুল আলমের বিরুদ্ধে সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলকে ইয়াবা মামলায় ফাঁসানোর অপচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটিরোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবমানুষের উপকার করেন যাঁরা আমৃত্যু নীরোগ এবং শারীরিক মানসিক প্রশান্তিতে থাকেন তারা

মানবিক সাহায্যের আবেদন: স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু

মো: সোহেল মামুনুর রশিদ :
আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

আপনার আমার সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে ৭ বছরের ফুটফুটে শিশু মো. সোহেল । তিন বছর ধরে লিবারে তিনটি জটিল রোগের সঙ্গে যুদ্ধ করতেছে সে। বর্তমানে বাড়িতে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব লিবারে অপারেশন
করতে হবে। এ জন্য খরচ হবে দেড লক্ষ্য টাকা। শিশুটির পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

মোঃ সোহেলের বাড়ি হারিয়া খালী ৩ নং ওয়ার্ড়। ইউনিয়ন সাবরাং। উপজেলা টেকনাফ

তার বাবা বেলাল গণমাধ্যমকে বলেন, সময় যত যাচ্ছে ছেলের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসকরা অতিদ্রুত এই লিবারে তিন টি জটিল রোগ অপারেশন করাতে বলেছেন। কিন্তু এ জন্য দেড লক্ষ্য টাকা দরকার, যা আমার সামর্থ্যের বাইরে।

তিনি বলেন, সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার সন্তানের চিকিৎসা সহজ হবে। আমার সন্তানের সুচিকিৎসার জন্য সকলকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাই। শিশুর পিতা বেলাল ,ও তার মা নাছিমা। তিন মাস ধরে কক্সবাজার সদর হাসপাতালে ছেলের চিকিৎসা করেছিল ।সেখান থেকে বাড়িতে নিয়ে আসে এছাড়া প্রতিদিন পাঁচ শত টাকার ঔষুধ খরচ লাগতেছে। এ পর্যন্ত ৫০.০০০ টাকার ওপরে খরচ করেছি। আমার সামর্থ্য এখন তলানিতে ঠেকে গেছে তাই আমি বাবা হয়ে আপনাদের কাছে বিক্ষা ছাচ্চি

শিশুর বাবা বেলাল,
বিকাশ পারসোনাল নং 01871652469


আরো বিভন্ন নিউজ দেখুন