• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ খবর
উখিয়ায় ইউএনএইচসিআরের স্থাপনার বিরুদ্ধে বন বিভাগের নোটিশ: কাজ বন্ধ করে গেইটে তালাকক্সবাজারে উৎসব মুখর আয়োজনে শেষ হয়েছে মহা সাংগ্রেইজনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ আবু আবিদ৫১ একর আবাসন ও বাঁকখালী নদী দখলমুক্ত করতে পরিবেশ উপদেষ্টা বরাবরে বাপার স্মারকলিপিচোরাচালানকারী ও মানবপাচারকারীদের বিরুদ্ধে নোট নিচ্ছি, কাউকে ছাড় দেওয়া হবে না- রামু থানায় স্বরাষ্ট্র সচিবপ্রতিটি মানুষের জীবন অমুল্য সম্পদ অপরাধ দমনে ইসলামের পদ্ধতি সর্বজনীনআমরা ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করব: মির্জা ফখরুলসম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে চায় বাংলাদেশ-তুরস্কবিপুল উৎসাহ উদ্দীপনায় সারাদেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিতবৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার : প্রধান উপদেষ্টা

ইয়াবা মামলায় চার্জশিটভুক্ত আসামি পেলো হ্নীলা বাজারের ইজারা

বিশেষ প্রতিনিধি:
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি:


ইয়াবা মামলায় চার্জশিটভুক্ত আসামি ও চিহ্নিত ইয়াবা কারবারি এবার পেয়েছেন টেকনাফের হ্নীলা বাজারের ইজারা।

গত ১১ মার্চ ১ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকায় বিশাল আলোচিত বাজারের নতুন ইজারাদার নিযুক্ত হয়েছেন আবু বকর আল মাসুদ প্রকাশ মাসুদ আলম নামক এক ব্যক্তি। অথচ এই বাজার গত বছর ইজারা ছিল এক কোটি ৬৬ লক্ষ টাকা। যা গত বছরের তুলনায় এ বছর ৫৫ লক্ষ টাকা সরকারের রাজস্ব কমেছে। ব্যক্তি বিশেষ লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার।

অভিযোগ উঠেছে, আবু বকর আল মাসুদকে ইজারা পাইয়ে দিতে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা তদবির করেছে। যে কারণে আরো উপযুক্ত ইজারাদার থাকলেও তারা পাত্তা পায়নি। সরকারকে বঞ্চিত করে ইজারা পেয়ে গেল চিহ্নিত একজন মাদক কারবারি। মূলত কালো টাকা সাদা করতে আবু বকর আল মাসুদ বাজারের ইজারা নিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

আদালত সূত্রে জানা গেছে, আবু বকর আল মাসুদ প্রকাশ মাসুদ আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকের মামলা রয়েছে। যাহার জি,আর নং- ৪১২/১৪ ইং টেকনাফ মামলা নং ২৯।
এ মামলায় তাকে চূড়ান্তভাবে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন টেকনাফ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) তদন্ত ও মামলার কর্মকর্তা মো. কবির হোসেন।

চিহ্নিত মাদক কারবারী আবু বকর আল মাসুদের ইজারা বাতিল করে পুনরায় ইজারা আহবানের দাবি জানিয়েছে বঞ্চিত ইজারাদারগণ।

এদিকে, ইয়াবা মামলায় চার্জশিটভুক্ত আসামি ও চিহ্নিত ইয়াবা কারবারির ইজারা বাতিল চেয়ে কয়েকজন ভুক্তভোগী ব্যক্তি আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


আরো বিভন্ন নিউজ দেখুন