সংবাদ বিজ্ঞপ্তি:
ইয়াবা মামলায় চার্জশিটভুক্ত আসামি ও চিহ্নিত ইয়াবা কারবারি এবার পেয়েছেন টেকনাফের হ্নীলা বাজারের ইজারা।
গত ১১ মার্চ ১ কোটি ১০ লাখ ৯০ হাজার টাকায় বিশাল আলোচিত বাজারের নতুন ইজারাদার নিযুক্ত হয়েছেন আবু বকর আল মাসুদ প্রকাশ মাসুদ আলম নামক এক ব্যক্তি। অথচ এই বাজার গত বছর ইজারা ছিল এক কোটি ৬৬ লক্ষ টাকা। যা গত বছরের তুলনায় এ বছর ৫৫ লক্ষ টাকা সরকারের রাজস্ব কমেছে। ব্যক্তি বিশেষ লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার।
অভিযোগ উঠেছে, আবু বকর আল মাসুদকে ইজারা পাইয়ে দিতে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা তদবির করেছে। যে কারণে আরো উপযুক্ত ইজারাদার থাকলেও তারা পাত্তা পায়নি। সরকারকে বঞ্চিত করে ইজারা পেয়ে গেল চিহ্নিত একজন মাদক কারবারি। মূলত কালো টাকা সাদা করতে আবু বকর আল মাসুদ বাজারের ইজারা নিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
আদালত সূত্রে জানা গেছে, আবু বকর আল মাসুদ প্রকাশ মাসুদ আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকের মামলা রয়েছে। যাহার জি,আর নং- ৪১২/১৪ ইং টেকনাফ মামলা নং ২৯।
এ মামলায় তাকে চূড়ান্তভাবে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন টেকনাফ থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) তদন্ত ও মামলার কর্মকর্তা মো. কবির হোসেন।
চিহ্নিত মাদক কারবারী আবু বকর আল মাসুদের ইজারা বাতিল করে পুনরায় ইজারা আহবানের দাবি জানিয়েছে বঞ্চিত ইজারাদারগণ।
এদিকে, ইয়াবা মামলায় চার্জশিটভুক্ত আসামি ও চিহ্নিত ইয়াবা কারবারির ইজারা বাতিল চেয়ে কয়েকজন ভুক্তভোগী ব্যক্তি আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।