ইসমাইল তুহিন:চকরিয়া
কক্সবাজার জেলার চকরিয়া পেকুয়া উপজেলার অন্তর্গত, বারবাকিয়া ইউনিয়ন এর বাসিন্দা মো:আজিজ নামের এক যুবক ১১ তারিখ রাত ৮টায় হামলার শিকার হন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, স্টাম্পের বৃত্তিতে মো:নাজিমুদ্দিন নামের এক দোকানদারের সাথে জমি লাগিয়ত হিসেবে ৭০ হাজার টাকা লেনদেন হয়,আহত যুবক মো:আজিজ জমির লাগিয়তি মেয়াদ শেষ হওয়ায় পাওনা টাকা চাইতে গেলে সাক্ষি হওয়া স্টাম্প ছিড়ে ফেলে কোন ধরনের টাকা না পাওয়ার কথা অস্কিকার করে কয়েকজন যুবক ঘটনা স্থলে মো:আজিজ নামের যুবকের গায়ে লাটি এবং দাঁড়ালো অস্ত্র নিয়ে পরিকল্পিত হামলা করে,মো:নাজিম উদ্দিন পিতা:আবু ছিদ্দিক তাহার ভাই মো:রিদুয়ান, মো:করিম পিতা:আব্দু রহমান এবং জমির পিতা:আবোল হুসেন, আহত যুবক মো:আজিজ কে সেনাবাহিনী এসে উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।
স্হানীয়রা জানান, হামলাকারীরা পর্বে আওয়ামী লীগ এর নাম ব্যাবহার করে চাঁদাবাজ করতো এবং প্রশাসনের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে চলাচলেরা করতো ৫ ই আগস্টের পর থেকে বিএনপির লোক বলে এলাকায় চলাচলেরা করতেসে |