• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ খবর
কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গ্রেফতারদুই রিসোর্টে স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণপাওনা টাকা চাইতে গিয়ে হত্যার হুমকি মারধর এর শিকার যুবকসহ-দপ্তর সম্পাদক সোহেল রানা। সভায় মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জুবাইরমাদকের (এডি)এ.কে.এম দিদারুল আলমের বিরুদ্ধে সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলকে ইয়াবা মামলায় ফাঁসানোর অপচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটিরোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবমানুষের উপকার করেন যাঁরা আমৃত্যু নীরোগ এবং শারীরিক মানসিক প্রশান্তিতে থাকেন তারানাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি বন্দুকসহ সন্ত্রাসী আটকসাবেক এমপি লুৎফর রহমান কাজল বিএফআরআই পরিচালনা বোর্ডের সদস্য মনোনীতসাংবাদিকতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা : বিচারহীনতার কারণে সাংবাদিক হয়রানি ও নির্যাতন বাড়ছে

মেসি না নেইমার? পারফরম্যান্সে কে এগিয়ে

স্পোর্টস ডেস্ক
আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১

লিওনেল মেসির সঙ্গে নেইমারের বন্ধুত্বের কথা কার জানা নেই! কিন্তু এ বন্ধুত্ব ভুলে কোপা আমেরিকার শিরোপার লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছেন এ দুই তারকা। রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে রোববার ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনা লড়বে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।

যেভাবে ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল

দুই দলের পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ থেমে নেই। ফাইনাল পর্যন্ত আসার আগে ছয়টির মধ্যে দুই দলই জিতেছে পাঁচটি করে ম্যাচ। যেখানে ব্রাজিল প্রতিপক্ষের জালে বল ঢুকিয়েছে ১২ বার পক্ষান্তরে আর্জেন্টিনা উল্লাসে মেতেছে ১১ বার।

ব্রাজিলে নেইমার এবং আর্জেন্টিনায় মেসি দুজনই দলে গুরুত্বপূর্ণ। দুজনই এবারের কোপায় নিজেদের নৈপুণ্যে দলকে এনে দিয়েছেন সাফল্য। কিন্তু যখনই দলে কার প্রয়োজনীয়তা অত্যধিক এমন প্রশ্ন আসে- তখন কোনো সন্দেহ ছাড়াই মেসির নাম চলে আসে আগে। তা ছাড়া কোপায় মেসির পারফরম্যান্সও এ প্রশ্নের প্রকৃত জবাব। গোল করা বা করানো প্রতিটি ক্ষেত্রেই এবারের কোপায় মেসি নেইমারের চেয়ে এগিয়ে।

এক নজরে মেসি-নেইমারের পারফরম্যান্স

** মেসি ম্যাচ খেলেছেন ৬টি। নেইমার খেলেছেন ৫টি।

** মেসির গোল সংখ্যা ৪। নেইমার গোল করেছেন ২টি।

** আর্জেন্টিনার করা ৫টি গোলে সহযোগিতা করেছেন মেসি। অপরদিকে ব্রাজিলের করা ৩টি গোলে সহযোগিতা করেছেন নেইমার।

** ফ্রি-কিক থেকে মেসি গোল করেছেন ২টি। অপরদিকে ফ্রি-কিক থেকে একটিও গোল করতে পারেননি নেইমার।

** মেসির কনভার্সন রেট ২৩.৫৩ শতাংশ। আর নেইমারের ১১.৭৬ শতাংশ।

** মেসি সতীর্থদের ৮০.৭৮ শতাংশ পাস দিয়েছেন ঠিকভাবে। অপরদিকে নেইমার সতীর্থদের ঠিকভাবে পাস দিয়েছেন ৮০.১৮ শতাংশ।

** মেসি ম্যাচপ্রতি ড্রিবল করেছেন ৫.৫টি। আর নেইমার ড্রিবল করেছেন ৫.২টি।

সূত্র: গোল ডটকম


আরো বিভন্ন নিউজ দেখুন