• শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসেরবাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক অনুষ্ঠিতযুবদের নিয়ে নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নঅপরাধ দমনে কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি ইমন কান্তি চৌধুরীফরিদুল মোস্তফার ৬ মিথ্যা মামলা প্রত্যাহার চাই বিএমএসএফভুলন্ঠিত মানবতা বিচারের বাণী নিভৃতে কাঁদে ৬ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মিথ্যা মামলা, পুলিশী ষড়যন্ত্রে আটকে আছে পাসপোর্ট

অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্ট কক্সবাজারে শুরু

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ( অনূর্ধ্ব -১৭ বালক ও বালিকা) ২০২৫।

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে কক্সবাজারে এই ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করে।

১৯ জানুয়ারী (রবিবার) বিকাল ৩ টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টে কক্সবাজার জেলার ৯ উপজেলা ও কক্সবাজার পৌরসভা বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নিজাম উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন-জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মাঈন উদ্দিন মিলকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কক্সবাজারের
সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিয়াদ মনি।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, ৯ উপজেলার নির্বাহী অফিসারগণ, ক্রীড়া সাংবাদিক ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বালিকা বিভাগের উদ্বোধনী খেলায় ফেভারিট রামু উপজেলা ৪-০ গোলের বড় ব্যবধানে মহেশখালী উপজেলাকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। রামুর ১০ নম্বর জার্সিধারী স্ট্রাইকার তাহমিনা ম্যাচে অনবদ্য হ্যাট্রিক করে। দলের হয়ে অন্য গোলটি করে ঈশিতা।

অপরদিকে বালকে রামু উপজেলাকে ২-০ গোলে হারিয়ে মেয়েদের হারের প্রতিশোধ নিয়েছে মহেশখালীর ছেলেরা। দলের হয়ে জোড়া গোল করে নাম্বার নাইন ইমন।
জেলা পর্যায়ের ফাইনাল খেলা আগামী ২৪ জানুয়ারী একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এম আর মাহবুব
আহবায়ক
বিএসপিএ, কক্সবাজার।


আরো বিভন্ন নিউজ দেখুন