আপনার আমার সামান্য সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে ৭ বছরের ফুটফুটে শিশু মো. সোহেল । তিন বছর ধরে লিবারে তিনটি জটিল রোগের সঙ্গে যুদ্ধ করতেছে সে। বর্তমানে বাড়িতে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব লিবারে অপারেশন
করতে হবে। এ জন্য খরচ হবে দেড লক্ষ্য টাকা। শিশুটির পরিবারের পক্ষে এই খরচ বহন করা সম্ভব হচ্ছে না।
মোঃ সোহেলের বাড়ি হারিয়া খালী ৩ নং ওয়ার্ড়। ইউনিয়ন সাবরাং। উপজেলা টেকনাফ
তার বাবা বেলাল গণমাধ্যমকে বলেন, সময় যত যাচ্ছে ছেলের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। চিকিৎসকরা অতিদ্রুত এই লিবারে তিন টি জটিল রোগ অপারেশন করাতে বলেছেন। কিন্তু এ জন্য দেড লক্ষ্য টাকা দরকার, যা আমার সামর্থ্যের বাইরে।
তিনি বলেন, সমাজের বিত্তবানরা হাত বাড়িয়ে দিলে আমার সন্তানের চিকিৎসা সহজ হবে। আমার সন্তানের সুচিকিৎসার জন্য সকলকে পাশে দাঁড়ানোর বিনীত অনুরোধ জানাই। শিশুর পিতা বেলাল ,ও তার মা নাছিমা। তিন মাস ধরে কক্সবাজার সদর হাসপাতালে ছেলের চিকিৎসা করেছিল ।সেখান থেকে বাড়িতে নিয়ে আসে এছাড়া প্রতিদিন পাঁচ শত টাকার ঔষুধ খরচ লাগতেছে। এ পর্যন্ত ৫০.০০০ টাকার ওপরে খরচ করেছি। আমার সামর্থ্য এখন তলানিতে ঠেকে গেছে তাই আমি বাবা হয়ে আপনাদের কাছে বিক্ষা ছাচ্চি
শিশুর বাবা বেলাল,
বিকাশ পারসোনাল নং 01871652469