মোঃ নুরুচছফা ইসলাম : স্টাফ রিপোর্টার
পার্বত্য জেলা বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং) বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টায় খেলাধুলা শুরু করে বিকালবেলা ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষা পদক ফাইতং ইউনিয়ন কমিটির উদ্যোগে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মো. আব্দুল জলিল কোম্পানি, ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি শহিদুল্লাহ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ, বান্দরবান জেলা শিক্ষা অফিসার আব্দুল মন্নান, খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ শফি, ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মুহিবুল হাসান লিটন,ফাইতং ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী’ ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক,সুধিজন, স্থানীয় সাংবাদিক’সহ প্রমুখ।
উল্লেখ্য,ফাইতং ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রথম দিন ক্রীড়া প্রতিযোগিতায় ৯টি ওয়ার্ড বাছাইকৃত শিক্ষার্থীরা, ৫০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, টেনিস বল নিক্ষেপ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, অংক দৌড়সহ আরও বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বিদ্যালয় সূত্রে জানাই এবার সবচাইতে বেশি পুরুষ্কার পেয়েছেন খেদারবাঁধ সরকারি প্রাথমিক শিক্ষার্থীরা