• শনিবার, ১৪ জুন ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসেরবাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক অনুষ্ঠিতযুবদের নিয়ে নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নঅপরাধ দমনে কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি ইমন কান্তি চৌধুরীফরিদুল মোস্তফার ৬ মিথ্যা মামলা প্রত্যাহার চাই বিএমএসএফভুলন্ঠিত মানবতা বিচারের বাণী নিভৃতে কাঁদে ৬ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মিথ্যা মামলা, পুলিশী ষড়যন্ত্রে আটকে আছে পাসপোর্ট

বঙ্গোপসাগরে ২শ হুইস্কির বোতলসহ মিয়ানমারের ৫জন নাগরিক আটক

কক্সবাজারবানী
আপডেট : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

রহমত উল্লাহ:

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বিদেশী মদসহ মিয়ানমারের পাচঁ নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। মঙ্গলবার সকালে সেন্টমার্টিন এলাকায় সমুদ্রে অভিযান চালিয়ে মদসহ তাদের আটক করা হয়।

ধৃতরা হলেন, ‘মিয়ানমারের আকিয়াবের মো. সাদেক, মো. আইয়ুব, মো. ইউনুছ, মো. কবির ও মো. সাদেক।

মঙ্গলবার সন্ধায় টেকনাফ কোস্ট গার্ড স্টেশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চত করে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লে. কমন্ডার আরিফুজ্জামান,

সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনের লে. কমন্ডার আরিফুজ্জামান বলেন ,মঙ্গলবার সকাল ৯টারদিকে সেন্টমার্টিন বিসিজি ষ্টেশনের কোস্টগার্ড জওয়ানেরা সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর হয়ে একটি ইঞ্জিন চালিত বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে ধাওয়া করে নৌকাসহ ৫জন মিয়ানমার নাগরিককে আটক করে। পরে ইঞ্জিন নৌকাটি তল্লাশী করে মাদকের বোতল ভর্তি বেশ কয়েকটি বস্তা পাওয়া যায়। তা খুলে গণনা করে ৫শ টি হুইস্কির বোতল ও বিয়ার পাওয়া যায়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্বজোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক এই তথ্য নিশ্চিত করে জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মদের বোতল ও বিয়ারসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।


আরো বিভন্ন নিউজ দেখুন