• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারের টেকনাফের সীমান্তে ৪ লাখ ইয়াবা জব্দঅভিশপ্ত মানুষের ঠিকানা শারীরিক মানসিক যন্ত্রণাদায়ক জাহান্নামআহত সাংবাদিকের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসুনটেকনাফে বিজিবির অভিযানে ২লাখ ২০হাজার ইয়াবা ও বিদেশী মদ উদ্ধারটেকনাফে ইউপি চেয়ারম্যান গ্রেফতারমোনাফেকরা দেশ মাটি মানুষ ও সৃষ্টিকর্তার সবচেয়ে বড় শত্রুচকরিয়া ঢ়েমুশিয়া মুছারপাড়ার জা জমি জবর দখলকারীদের সন্ত্রাসী হামলায় তিন নারী আহতপৌরসভা ১নং ওয়ার্ড পশ্চিম শাখা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠিতভোটার হালনাগাদ নিয়ে কাউয়ারখোপ পরিষদ চেয়ারম্যান শামসুল আলমের দুর্নীতি,টাকা না দিলে ফাইল মিলে না ২০ দিনেওদেশের সাধারন মানুষ সাথে আছে বলেই বিএনপি জনপ্রিয় ও শ্রেষ্ট দল: সাবেক এমপি কাজল

নাইক্ষ‍্যংছড়ি’র ঘুমধুম থেকে ২০ হাজার ইয়াবাসহ: দুই উপজাতি নারী আটক

সেলিম উদ্দিন:উখিয়া
আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

সেলিম উদ্দিন:উখিয়া

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ইউনিয়নে বাইশফাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক মোঃ মোশফিকুর রহমান এর নেতৃত্বে ২০ হাজার ইয়াবাসহ দুই উপজাতি নারীকে আটক করেছে বিজিবি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশেষ টহল দল কর্তৃক বিওপি থেকে দক্ষিন পশ্চিম দিকে এবং মেইন পিলার ৩৪ হতে পশ্চিম দিকে বাংলাদেশ অভ্যন্তরে তুমব্রু বিওপির চেকপোস্ট পশ্চিমকূল ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি নামক স্থান থেকে ২ জন উপজাতি মহিলাকে পাশ্ববর্তী দেশ মিয়ানমারের তৈরি ২০ হাজার ইয়াবাসহ আটক করা হয়।

আটক হওয়া দুই উপজাতি মহিলারা হলেন।মায়া তংচংগা (১৮)স্বামীঃ জয় তংচংগা,গ্রামঃ বাইশফাঁড়ী।পোষ্টঃ বালুখালী।থানাঃ নাইক্ষ্যংছড়ি অপর জন হলেন, জয়ন মালা তংচংগ্যা (১৫)পিতাঃ রাংগাইয়া তংচংগ্যা গ্রামঃ বাইশফাঁড়ী।

উল্লেখ্য : উক্ত এলাকার কাছাকাছি মিয়ানমারের সীমান্ত এলাকা থাকাতে ঐ এলাকার অনেকেই স্থানীয় প্রশাসনের দৃষ্টি ফাঁকি দিয়ে অবৈধ ইয়াবা ব‍্যাবসা করে আসছে বলে কয়েকজন ব‍্যাক্তি স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন।

এদিকে সীমান্ত জুড়ে অনেক দুর্গম পয়েন্ট থাকাতে স্থানীয় চোরাচালানে জড়িতরা ইয়াবা,বিভিন্ন সিগারেট,হরেক প্রকার মদ,সুপারি সহ আরো অনেক ধরণের মালামাল বাংলাদেশের অভ‍্যন্তরে এনে ছড়িয়ে দিচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে। তবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি সদস্যরা।


আরো বিভন্ন নিউজ দেখুন