রবিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রাক্তন ছাত্রলীগ পরিষদ কক্সবাজার ও কক্সবাজারের সর্বস্তরের সচেতন সমাজের উদ্যোগে এবং সাবেক ছাত্রলীগ নেতা, সংস্কৃতি কর্মী ও জ্যেষ্ঠ সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ৯০ এর আন্দোলনের বিশিষ্ট ছাত্র সংগঠক, জেলা জাসদের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মাসু, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রাক্তন ছাত্রলীগ নেতা কায়সারুল হক জুয়েল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি, প্রাক্তন ছাত্রনেতা সরওয়ার আলম, প্রাক্তন ছাত্রলীগ নেতা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনছারী, প্রাক্তন ছাত্রলীগ নেতা কবি মানিক বৈরাগী, আইনজীবী মাঈনুদ্দিন চৌধুরী, শেখ মহসিন, মোহাম্মদ শহীদুল্লাহ (মেম্বার) ও দীপক দাশ প্রমুখ। সমাবেশে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার ছাত্রলীগের বিপুল সংখ্যক সাবেক নেতা-কর্মীবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।