• শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসেরবাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক অনুষ্ঠিতযুবদের নিয়ে নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নঅপরাধ দমনে কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি ইমন কান্তি চৌধুরীফরিদুল মোস্তফার ৬ মিথ্যা মামলা প্রত্যাহার চাই বিএমএসএফভুলন্ঠিত মানবতা বিচারের বাণী নিভৃতে কাঁদে ৬ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মিথ্যা মামলা, পুলিশী ষড়যন্ত্রে আটকে আছে পাসপোর্ট

সাংবাদিক ও শিশুর উপর গুলি বর্ষণ মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামি সিফাত আটক

মোহাম্মদ ফয়সাল:
আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪


মোহাম্মদ ফয়সাল :


কক্সবাজারের সদর থানাধীন রুমালিয়ছড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাতকানিয়ায় চাঞ্চল্যকর সাংবাদিক ও শিশুর উপর গুলি বর্ষণ মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামি এবং কিশোর গ্যাং সদস্য সিফাত’কে র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

 

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫ বলেন,চট্টগ্রাম হাটহাজারী থানার মামলা নং-৩৩(৮)২২ এবং সাতকানিয়া থানার মামলা নং-৩৫(৬)/২২, ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৪২৭/৫০৬ দন্ডবিধি মোতাবেক সাতকানিয়ায় চাঞ্চল্যকর সাংবাদিক ও শিশুর উপর গুলি বর্ষণ মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামি এবং কিশোর গ্যাং সদস্য সিফাত’কে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার তৎপরতা অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কক্সবাজার সদর থানাধীন রুমালিয়ছড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ১৩.০০ ঘটিকার সময় র‌্যাব-১৫, সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সিফাত(২৩), পিতা-আকতার হোসেন, সাং-পশ্চিম পাটিয়াডেঙ্গা নেয়ামত আলী পাড়া, ০৯নং ওয়ার্ড, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব-১৫ বরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো বিভন্ন নিউজ দেখুন