হ্যাপী করিম, মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার দক্ষিণ নলবিলা রাহাতজান পাড়া জামে মসজিদের মাইকসেট চুরির খবর পাওয়া গিয়েছে।
জানা যায়, ১৪ ই মে (মঙ্গলবার) দিবাগত রাতে ছোট মহেশখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাহাতজান পাড়া জামে মসজিদের মাইকসেট কেবা কাহারা রাতের আধারে চুরি করে নিয়ে গিয়েছে। রাহাতজানপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফোরকান আহমদ চুরির বিষয়ে বলেন, আমাদের এলাকায় মাদকসেবীদের উৎপাত অধিক থাকায় এ চুরির ঘটনা ঘটতে পারে। উক্ত মসজিদের ইমান মাওলানা নাঈম উল্লাহ খান জানিয়েছেন, ফজরের সময় নামাজে এসে দেখি মাইকসেট নেই, মাইক বিহীন আজান দেওয়া হচ্ছে।
স্থানীয় ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন চুরির বিষয়ে বলেন, এটি খুব দুঃখজনক ঘটনা, আমি প্রশাসনের নিকট আহবান জানাবো এ চুরির ঘটনাটি যেন উদ্ঘাটন করে বখাটেদের শাস্তির আওতায় নিয়ে আসা হয়। গতরাতে মহেশখালী উপজেলার দক্ষিণ নলবিলা রাহাজান পাড়া জামে মসজিদের মাইকসেট চুরির ঘটনা ঘটেছে।