ইমরানুল হক আযাদ-কুতুবদিয়া থানা প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় পার্টনার্স ইন হেল্থ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)’র উদ্যোগে হেল্থ এন্ড জেন্ডার সাপোর্ট এর আওতায় ইউনিয়ন পরিবার পরিকল্পনার সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫মে (বুধবার) সকাল ১০টায় উপজেলার ৩নং লেমশীখালী ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আকতার হোছাইন। অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন –
লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক- আবু ইউসূফ,লেমশীখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু,এম ইউপি সদস্য শহিদুল ইসলাম, জাফর আলম,আফাজ উদ্দিন বেলাল, জালাল আহমদ,আতাউল করিম,মনোয়ারা বেগম, শকিদা বেগম, মো. রুহুল আমিন মাঠ সমন্বয়কারী (পি এইচ ডি),নাজেম উদ্দিন এফ.পি.আই,কমিউনিটি হেল্থ ওয়ার্কারপ পিএইচডি সেবু আকতার, খালেছা বেগম সহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন – বাল্য বিবাহ রোধ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমানো সহ শতভাগ প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করনে পরিবার পরিকল্পনার কর্মীরা যেভাবে কাজ করে যাচ্ছেন ঠিক তেমনি সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগন একযোগে কাজ করলে নিশ্চয় উপকৃত হওয়া যাবে। সেইসাথে মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য ও উদ্দেশ্য পুরণে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
লেমশীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আকতার হোছাইন বক্তব্যের একপর্যায়ে বলেন- কুতুবদিয়া দ্বীপের শতকরা ৭৫% ছেলেমেয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করেন।সকল শিক্ষক-শিক্ষিকাকে পরিবার পরিকল্পনা বিষয়ে অবহিত করলে নিশ্চয় বাল্যবিবাহ সহ সব ধরনের জটিলতা থেকে পরিত্রাণ মিলবে।