• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গ্রেফতারদুই রিসোর্টে স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণপাওনা টাকা চাইতে গিয়ে হত্যার হুমকি মারধর এর শিকার যুবকসহ-দপ্তর সম্পাদক সোহেল রানা। সভায় মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জুবাইরমাদকের (এডি)এ.কে.এম দিদারুল আলমের বিরুদ্ধে সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলকে ইয়াবা মামলায় ফাঁসানোর অপচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটিরোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবমানুষের উপকার করেন যাঁরা আমৃত্যু নীরোগ এবং শারীরিক মানসিক প্রশান্তিতে থাকেন তারানাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি বন্দুকসহ সন্ত্রাসী আটকসাবেক এমপি লুৎফর রহমান কাজল বিএফআরআই পরিচালনা বোর্ডের সদস্য মনোনীতসাংবাদিকতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা : বিচারহীনতার কারণে সাংবাদিক হয়রানি ও নির্যাতন বাড়ছে

টেকনাফের ওসি ওসমানের নির্দেশে কুখ্যাত ডাকাত সোহেল গ্রেফতার:অস্ত্র উদ্ধার

মোহাম্মদ ফয়সাল :
আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩


মোহাম্মদ ফয়সাল :


 

টেকনাফে অস্ত্র ও গুলি সহ মোহাম্মদ সোহেল নামে কুখ্যাত এক ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি।

তিনি জানান, রবিবার (২৪ ডিসেম্বর) রাতেহ্নীলা ইউপির উলুচামারি কোনারপাড়া ৬নং ওয়ার্ডস্থ আবুল কালামের বাড়ি সংলগ্ন খালের কিনারায় অস্ত্রধারীরা ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহন করছে, এমন সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ১০/১১ জনের ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দিক-বিধিক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে একই ইউপির ৫ নং ওয়ার্ড পশ্চিম পানখালী মইন্যার জুম এলাকার সৈয়দ আলমের ছেলে মোঃ সোহেল (২৩) কে গ্রেফতার করা হয়।

এসময় অন্য ডাকাতরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র-শস্ত্র ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান তিনি।

ঘটনাস্থল থেকে সোহেলের দেহ তল্লাশী করে ১টি এলজি, ৩টি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পলাতক ডাকাতদের ফেলে যাওয়া ১টি একনলা বন্দুক, ১টি একনলা বন্দুক (এলজি), উভয় পাশ ধারালো ১টি চাকু, ১টি দা, ২টি লোহার রড জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক আনোয়ার হোছেন প্রকাশ লেডাইয়া (৩২) সহ আরো ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

দীর্ঘদিন যাবৎ এই ডাকাত দলটি হ্নীলা ও আশপাশের এলাকায় সংঘবদ্ধ হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপকর্ম করে আসছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

জানা গেছে জেলা পুলিশ সুপার মুহাম্মদ মাহফুজুল ইসলাম,(পিপিএম) বার এর নির্দেশে উখিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রাসেলের সার্বিক তত্বাবধানে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গণি অভিযানের নেতৃত্ব দেন।

 

এতে থানার এস আই মনজু,সোহেল,আজহারুল ও কামাল সহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।


আরো বিভন্ন নিউজ দেখুন