নিজস্ব প্রতিবেদক
সকালে রোদের দেখা মিললেও বিকেল নামাতেই কালো মেঘে চেয়েছে আকাশ। মেঘলা আবহাওয়া ও ঠাণ্ডা বাতাস জানান দিচ্ছে দুর্যোগের আভাস।
এদিকে বঙ্গোপসাগরে মিধিলির পর সৃষ্টি হতে চলেছে আরেকটি ঘূর্ণিঝড়। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূলে এর প্রভাব পড়তে পারে। চলতি বছরে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া চতুর্থ ঘূর্ণিঝড় হবে এটি। বঙ্গোপসাগরের আন্দামান ও নিকোবার দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ ইমাম উদ্দীন জানান সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে এবং এটি ডিসেম্বর ৫ তারিখের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মিগজাউম।
এর আগে চলতি মাসের শুরুর দিকে বঙ্গোপসাগরে একটি একটি নিম্নচাপের সৃষ্টি হয়। এরপর সেটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে গেলো ১৭ নভেম্বর দুপুরে ঘণ্টায় ৮৮ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানে।