নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের তরচপাড়ায় বাড়ি-ঘরে চুরি ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।
৩ নভেম্বর (জুমাবার) সরেজমিন ঘুরে জানাযায়,চকরিয়া পৌর আওয়ামী লীগের সদস্য ও সাবেক সেনা সার্জেন্ট ইউছুফ আলীর বাড়ির বিভিন্ন দরজার তালা ভাঙ্গা দেখা যায়।
এসময় বাড়ির ইনচার্জ ভিক্টিমের ভাই রুহুল কাদের বলেন , ইউছুফ আলী সংগত কারণে নিজের বাড়িতে অনুপস্থিত ছিলেন,এই সুযোগে নাজেম উদ্দিন ও তার লোকজন আমাদের ৩খানি জমির বাড়ি ও বাগানের আসবাবপত্র, বাগানের সুপারি,ডাব,নারিকেল লোহার রড,ইট, সিমেন্ট,মোটর টিউবওয়েলসহ প্রায় ৪লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করেছেন ।
চুরির বিষয়ে প্রতিবাদ করলে হামলা ও মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে । এবিষয়ে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ভুক্তভোগী রুহুল কাদের।