• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবর

আমার কোটি টাকার সম্পদ প্রমান করতে পারলে শাস্তি মাথা পেতে নেব

কক্সবাজারবানী’র সাথে থাকুন
আপডেট : রবিবার, ১৪ মার্চ, ২০২১

সংবাদদাতা :

আমি রোজিনা, সাধারণ এক মহিলা। স্বামী-সন্তান নিয়ে কোন রকমে বেঁচে আছি। ছোট খাট হালাল ব্যবসা করেই জীবিকা নির্বাহ করি। তবে একটি অভ্যাসের কথা না বললেই নয়। কেউ কারো অন্যায় করলে তা চোখে পড়লে মেয়ে হয়েও তা সহ্য করতে পারিনা। প্রতিবাদের সুরটা মুর্হুতেই বেজে উঠে। পরে কি হবে তা মাথায় আসেনা। এটিই হচ্ছে আমার মুল সমস্যা। এ সমস্যার কারণে কয়েকটি মামলার আসামীও হয়েছি। তবে কোন দিন মাদক, মানব পাচারসহ সমাজ বিরুধী কোন মামলা আসামী হয়নি। কারণ লোাক যা বলুক আমি পরিস্কার থাকলে আমার কিছু আসে যায়না।

এলাকায় আমাকে অনেকে সহ্য করতে পারেনা। কারণ আমার একটি ছোট রাজনৈতিক পরিচয় আছে। কোন মিছিল মিটিং হলে আমার সাথে ৪/৫শত মানুষ মিছিল মিটিংয়ে অংশ নেয়। তখন একটি পক্ষের তা খুব খারাপ লগে। ওই পক্ষ অনেক চেষ্টা করছে। মাদক এবং মানব পাচারের কালিমা আমার শরীরে লাগাতে কিন্তু পারেনি। আল্লাহ সহায় ছির।

পত্রিকায় অনলাইনে প্রতিদিন নিউজ হচ্ছে রোজিনা কোটি টাকার সম্পদ রয়েছে। আসলে পড়লে হাসি পায়। এ সম্পত্তি কোথায়। আমার কোটি টাকা সম্পত্তি, ব্যাংক ব্যাালেন্স আমি জানিনা, প্রচারকারীরা কেমনে জানে বুঝে আসেনা। আমার ব্যাংক ব্যালেন্সতো সুইচ ব্যাংকে নয়, বাংলাদের কোন এক ব্যাংকেতো আছে। আমার কোটি টাকার সম্পত্তিতো মালয়েশিয়া, সিঙ্গাপুরে নয়, বাংলাদেশেইতো আছে। কিন্তু প্রশ্ন একটাই আসলে কোটি টাকার সম্পত্তি কোথায়, কোটি কোটি ব্যাংক ব্যালেন্স কোন ব্যাংকে? যদি আমার সম্পতি আমি খুজে না পায় তাহলে তারা জানে কি করে। বিষয় গুলি মাথায় সব সময় ঘোরপাক খাচ্ছে।

আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি- যে সম্পত্তির কথা বারবার উঠে আসছে তা যদি কেউ প্রমান করাতে পারে আমাকে ফাঁসি দিতে হবেনা, নিজেই ফাঁসির রশিতে ঝুলে পড়ব। আমি উপুস থাকিনা, ভাত খাই। আল্লাহ খাওয়ায়। কোন রকমে চলারমত টাকার মালিক, কোন রকম থাকার মত জায়গার মালিক। এর বাইরে আর কিছুই নেই। সমাজে হেয় করার জন্য বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে বিরুধী প্রতিপক্ষরা।

আমি এও বলছি আমার প্রতিপক্ষ শক্ত। তারা কিছু জঘন্য মিথ্যা তথ্যের আশ্রয় নিয়ে আমাকে ফাঁসাতে এবং সমাজে হেয় প্রতিপন্ন করতে টাকার মিশনে নেমেছে। বুঝে উঠতে পারছিনা প্রশাসনকে ক্ষেপাতে তারা কখন বলে বেড়াই, রোজিনা বলেছে- পুলিশের বিরুদ্ধে মামলা করেছি তো কি হয়েছে। আমার গায়ের পশমও নাড়তে পারেনি। যেখানে পুলিশের বিরুদ্ধে মামলা করেছি সেখানে সাধারণ মানুষ কি? ইত্যাদি….ইত্যাদি।

হাঁড়ভাঙ্গা কষ্ট করে ভাল ভাবেই আল্লাহ চালাচ্ছে। ইয়াবার সাথে জড়িত ছিলামনা বলেই আল্লাহর রহমতে মাদক সংক্রান্ত কোন মামলায় জড়িত করাতে পারেনি। এরপরও একটি পক্ষ আমার এবং আমার পরিবারের উপর ঈর্ষানিত হয়ে মাদক কারবারী হিসাবে সমাজে চিহ্নিত করার পায়তারা শুরু করেছেন। আমি সকলের কাছে বিনয়ের সাথে বলছি মিথ্যা অপবাদ দিয়ে ছোট করবেনা। আর যারা অপবাদ দিয়ে আমার ছেলে-মেয়েদের এবং এলাকাবাসী কাছে ছোট করছেন তাদের বিচার আল্লাহ কাছে দিলাম।


আরো বিভন্ন নিউজ দেখুন