আমি নারী
হাসিনা হারভীয়া
আমি নারী, আমি গর্বিত,
আমি নারী, আমার নেই তো
কোন ও বাড়ি গাড়ি,
নেই তো কোন ও টাকা কড়ি।
তবুও আমি অনেক দামি,
আমি ছাড়া শুন্য বাড়ি।
আমি নারী, আমি কন্যা আমি, বোন,
অর্ধাঙ্গনী, আমি মমতাময়ী, মা,
আমি কষ্টের জননী, আমারী জন্য,
আজ বিশ্ব ধন্য, আমি শত শত
সৃষ্টি বিকিশিত শুধু আমার
প্রেমের জন্য।
আমাকে খুব যত্ন করে পাঠিয়েছে বিধাতা,
মনের গভীরে হাজারো স্বপ্ন সাজিয়ে।
আমি নারী, আমি মহাআকাশের
সীমান্তের প্রহরী, আমিই নারী
আমি গোটা জীবনে
কোন ও প্রত্যাশা ছাড়ায় বিভিন্ন
ভূমিকা পালন করি।
আমিই নারী..