• বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ খবর
কুতুবদিয়া থানা পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গ্রেফতারদুই রিসোর্টে স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণপাওনা টাকা চাইতে গিয়ে হত্যার হুমকি মারধর এর শিকার যুবকসহ-দপ্তর সম্পাদক সোহেল রানা। সভায় মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জুবাইরমাদকের (এডি)এ.কে.এম দিদারুল আলমের বিরুদ্ধে সাংবাদিক শাহীন মাহমুদ রাসেলকে ইয়াবা মামলায় ফাঁসানোর অপচেষ্টার অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটিরোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবমানুষের উপকার করেন যাঁরা আমৃত্যু নীরোগ এবং শারীরিক মানসিক প্রশান্তিতে থাকেন তারানাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি বন্দুকসহ সন্ত্রাসী আটকসাবেক এমপি লুৎফর রহমান কাজল বিএফআরআই পরিচালনা বোর্ডের সদস্য মনোনীতসাংবাদিকতা সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশা : বিচারহীনতার কারণে সাংবাদিক হয়রানি ও নির্যাতন বাড়ছে

সমিতি পাড়ায় র‌্যাবের অভিযানে জাল টাকার কারবারি রাসেল আটক

মোহাম্মদ ফয়সাল:
আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪

মোহাম্মদ ফয়সাল :


আসন্ন রমজান ও ঈদউল ফিতর এর ব্যাস্ততম বাজারকে কেন্দ্র করে জাল টাকার অবৈধ চক্রের অন্যতম কারবারি রাসেল খান’কে কক্সবাজার জেলার সদর থানাধীন সমিতিপাড়া এলাকা থেকে ১,০০০ টাকার ৩০টি জাল নোট, নগদ ৫,১৫০ টাকা ও ০১টি মোবাইল’সহ র‌্যাব-১৫ গ্রেফতার করেছে।

 

র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদ ও তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ০১ নং ওয়ার্ড সমিতি পাড়া এলাকার গোলাম মোস্তফার টিনশেড ভাড়া বাসার একটি কক্ষে জাল টাকাসহ একজন লোক অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১০ মার্চ ২০২৪ তারিখ সকাল অনুমান ০৬.৩০ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজন জাল টাকার অন্যতম কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত জাল টাকার কারবারীর দেহ তল্লাশী করে তার হেফাজত হতে সর্বমোট ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার জালনোট, নগদ ৫,১৫০/- (পাঁচ হাজার একশত পঞ্চাশ) টাকা ও ০১টি মোবাইল জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত জাল টাকার কারবারী মোঃ রাসেল খান (২৫), পিতা-নুরুল আনোয়ার প্রকাশ লালু মাঝি, মাতা-খাদিজা বেগম, সাং-মধ্যম কুুতবদিয়া পাড়া (লালু মাঝির বাড়ী), ০১নং পৌর ওয়ার্ড, এ/পি-সমিতির পাড়া, ০১নং ওয়ার্ড, জনৈক গোলাম মোস্তফার টিনশেড ভাড়াবাসা, থানা-সদর, জেলা-কক্সবাজার বলে জানা যায়।

আটককৃত রাসেল’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসন্ন রমজান এবং ঈদ-উল-ফিতর কে কেন্দ্র সংঘবদ্ধ চক্রের মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় জাল টাকার অবৈধ ব্যবসার মাধ্যমে মানুষের টাকা হাতিয়ে নেওয়াই তাদের মুল টার্গেট। রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে জাল টাকার নোট সংগ্রহ ও বাজারে ছেড়ে দেওয়ার লক্ষ্যে এই সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়েছে বলে জানা যায়। প্রতিটি এক হাজার টাকার জাল নোট সে ৫০০ টাকায় বিক্রি করে বলে জানায়। জনমনে স্বস্তি ও জনভোগান্তি রোধে জালনোট ছাপানো এবং তা বাজারে ছড়িয়ে দেয়া চক্রের অন্যান্য জালনোট ব্যবসায়ীদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

 

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আরো বিভন্ন নিউজ দেখুন