বেলাল আজাদ, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা (মুরাপাড়া) এলাকার এনজিওকর্মী আলমগীরকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত আরফাত উল্লাহ, তফুর আলম ও মচ্ছবা খাতুন সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে ৫ মার্চ মামলাটি (সি.আর-১৩৮/২০২৫, ধারা: ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ (২)/৩৪ দন্ডবিধি) দায়ের করেছেন ভুক্তভোগী ভিকটিম আলমগীর। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আমলী আদালতের ম্যাজিস্ট্রেট জনাব শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা মামলাটি আমলে নিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার আদেশ প্রচার করেন।
জানা যায়, গত ৩ মার্চ সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে উখিয়ার গয়ালমারা (মুরাপাড়া) গ্রামের মোজাম্মেল হকের পুত্র এনজিওকর্মী আলমগীর (২৫) কে কুপিয়ে হত্যা চেষ্টা করে একই এলাকার তফুর আলমের পুত্র আরফাত উল্লাহ (২৪), তার পিতা তফুর আলম (৫২) ও মচ্ছবা খাতুন (৪২) সহ অজ্ঞাতনামা ২/৩ জন সন্ত্রাসী। আক্রান্ত এনজিওকর্মী আলমগীর কে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। চাঞ্চল্যকর ঘটনায় আদালতে মামলাটি করা হয়। মামলার বাদী পক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট জাবেদুল আনোয়ার রুবেল, এডভোকেট নূরুল ইসলাম নুূর ও এডভোকেট মোহাম্মদ ইউছুপ।