মো:আরিফুল ইসলাম :ঈদগাঁও
বাচ্চাটি মা’রা গেছে সেটা দেখেও ওদের মায়া হয়নি!!
ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ লম্বাশিয় নামক এলাকা থেকে অসুস্থ বাচ্চা স্থানীয় একটা টমটম নিয়ে ঈদগাহ যাওয়ার পথে বাচ্চাটি গাড়িতে মা’রা যায় পরে বাড়ি ফেরত আসার পথে চকরিয়াগামী একটা নেভী ব্লো কালারের মিনি ট্রাক (গরু চো’রে’র গাড়ি নামে পরিচিত) ফকিরা বাজার থেকে টমটমটিকে ফলো করে সাইনবোর্ড নামকস্থানে দাঁড় করিয়ে অ’স্ত্রে’র মুখে টাকা পয়সা মোবাইলসহ সব ডা’কা’তি করে চকরিয়ার দিকে চলে গেছে…
৩ ই মার্চ রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে,ফকির বাজার সাইনবোর্ড নামস্থানের কয়েকজন বাসিন্দাদের মাধ্যমে এই খবর নিচ্ছিত হয়,অস্ত্রের মুখে কোন স্হানীয় ব্যাক্তি ডাকাত দলের সাথে সামনাসামনি অবস্থানে জাওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে, এখনও পরযন্ত মৃত্যু বাচ্চা এবং গাড়ি উদ্ধার করা সম্ভব হয়নি |