কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ।বুধবার (১৯ ফেব্রুয়ারী) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) এ.এফ.এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ সহ দেশের বিভিন্ন বিচারালয় ও বিভাগে কর্মরত একই পদমর্যাদার ৩৪ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সর্বোচ্চ এই বেতন স্কেল প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ ২০১৬ এর অনুচ্ছেদ ৩(২) অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যগণকে জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের পদে যোগদানের তারিখ হতে ৫ বছর চাকরি পূর্তিতে সিনিয়র জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা হিসাবে টাকা ৭৮০০০ হাজার (নির্ধারিত) বেতনস্কেল প্রদান করা হলো।
বিচার বিভাগীয় কর্মকর্তাদের বেতন কাঠামো অনুযায়ী জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারকের মূল বেতন ৭০ হাজার ৯২৫ টাকা। তবে বিধি অনুযায়ী জেলা জজ হিসেবে ৫ বছর চাকরি পূর্তির পর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে সরকারের সচিবদের সমান অর্থাৎ ৭৮ হাজার টাকা মূল বেতন পান সিনিয়র জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচারকবৃন্দ।
মুনসী আবদুল মজিদের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত :বিগত বছরের ৩১ মার্চ কক্সবাজারের কক্সবাজারের ১৮তম জেলা ও দায়রা জজ হিসাবে যোগদান করেন বিচারক মুনসী আব্দুল মজিদ। ১৯৭৪ সালের ১ জানুয়ারি কুষ্টিয়ার কুমারখালি হরিনারায়ণপুর নাভদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন মুনসী আব্দুল মজিদ। তাঁর পিতার নাম মুনসী হাসান আলী ও মাতার নাম নুরজাহান বেগম। মুনসী আবদুল মজিদ কুষ্টিয়ার হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯০ সালে এসএসসি, কুষ্টিয়া সরকারি কলেজ থেকে ১৯৯২ সালে এইচএসসি, কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে ২০০০ সালে আইন বিষয়ে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
মুনসী আবদুল মজিদ ২২তম বিসিএস (জুডিসিয়াল) পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে বিচার বিভাগের একজন গর্বিত সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। ২২তম বিসিএস (জুডিসিয়াল) ব্যাচের মধ্যে মেধা তালিকায় তাঁর ক্রমমান এক। মুনসী আবদুল মজিদ ২০০৫ সালের ১১ সেপ্টেম্বর একজন নবীন কর্মকর্তা হিসাবে বিচার বিভাগ যোগ দেন। বিচারক জীবনের শুরুতে তিনি সহকারী জজ পদে ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ২০০৭ সালের অক্টোবর পর্যন্ত ঝিনাইদহ ও যশোর বিচার বিভাগে দায়িত্ব পালন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদে যথাক্রমে যশোর ও ঢাকা বিচার বিভাগে ২০০৭ সালের অক্টোবর থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। সিনিয়র সহকারী জজ পদে চুয়াডাঙ্গা বিচার বিভাগে ২০১১ সালের ফেব্রুয়ারী থেকে ২০১২ সালের মে পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। যুগ্ম জেলা ও দায়রা জজ পদে ফরিদপুর জেলা বিচার বিভাগে ২০১২ সালের মে থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক পদে চট্টগ্রাম বিচার বিভাগে ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ করে বিচারক মুনসী আবদুল মজিদ চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক (জেলা জজ) পদে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের স্পেশাল বিভাগীয় জজ পদে তিনি ২০২১ সালের এপ্রিল থেকে চলতি বছরের ২১ মার্চ পর্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তিনি দায়িত্ব পালন করেন। সেখানে কর্মরত থাকাবস্থায় মুনসী আবদুল মজিদ কক্সবাজারের জেলা ও দায়রা জজ পদে নিয়োগ পান।