মহেশখালীতে চিংড়ি প্রকল্প থেকে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আব্দুল্লাহ শাহরিয়ার বাপ্পী (মহেশখালী)
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি চিংড়ি প্রকল্প থেকে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হেলাল উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।
ধৃত হেলাল কুতুবজোম ইউনিয়নের নয়াপড়া এলাকার মৃত ফোরকার আহমদের পুত্র। স্থানীয়রা জানায় হেলাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
২৬ আগষ্ট (শনিবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে প্রজেক্টের টংঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (ডিবিবিএল) উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন। পুলিশ বলেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের পরে একটি নিয়মিত মামলা নেওয়া হয়েছে। তার সাথে আর কেউ আছে কি না নিশ্চিত করতে রিমান্ডের আবেদন করা হচ্ছে।