কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে মেজর সিনহা স্মৃতিফলকের উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুরে সেই চেকপোস্ট এলাকায় স্মৃতিফলকটি উদ্বোধন করা হয়।
এই স্থানেই ২০২০ সালের ৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
স্মৃতিফলক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সেনাপ্রধান ও বিজিবি প্রধান হেলিকপ্টারে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।