নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁও চাঁন্দেরঘোনা মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০-ই ফ্রেব্রুয়ারী) বিকাল ৫ টার দিকে ইউনিয়নের চাঁন্দেরঘোনা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ও সমাজ সেবক আমান উল্লাহ আমান, নেচার উদ্দিন, মঈন উদ্দিন, আব্দু খালেক, জসিম উদ্দিন প্রমুখ। এতে সভাপতিত্ব করে এ টুর্ণামেন্টের প্রধান সমন্ময়ক সাংবাদিক মিছবাহ উদ্দিন।
এ ফুটবল ম্যাচে একদিকে সিজি স্পুটিং ক্লাব চাঁন্দেরঘোনা অন্যদিকে আল ফালাহ ছাত্র সংগঠন অংশ গ্রহণ করেন। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আল ফালাহ ছাত্র সংগঠন দুইগোলে জয় লাভ করেন।
উল্লেখ্য খেলা পরিচালনা টিমের আহবায়ক মিনহাদুল হক, সদস্য সচিব শহিদুল হক সোহেল, সদস্য রবিউল আলম, রমজান আলী ও শাহারিয়া হোসেন সবুজ।