• রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ খবর
কারাহাসপাতাল এখন ইয়াবা ব্যবসায়ীদের অবকাশ কেন্দ্র, ক্যান্টিনে গলাকাটা বানিজ্যচট্টগ্রামের ভাষায় প্রধান উপদেষ্টার ভাষণে উচ্ছ্বসিত রোহিঙ্গারা ঘরে ফেরার স্বপ্নে বিভোরপ্রানঢাল অভিনন্দন ও শুভেচ্ছাপেকুয়ায় ব্যবসায়ীকে হামলার প্রতিবাদে মানববন্ধনখুরুশকুল জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টাএক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবভুলন্ঠিত মানবতা,বিচারের বাণী নিভৃতে কাঁদেজাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার শিক্ষার্থীদের ১১ দফা দাবিইয়াবা মামলায় চার্জশিটভুক্ত আসামি পেলো হ্নীলা বাজারের ইজারাকুতুবদিয়া থানা পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গ্রেফতার

উলিপুর পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক কতৃক গ্রাহকের লক্ষ টাকা আত্মসাত।

কক্সবাজারবানী
আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

কুড়িগ্রামের উলিপুর পল্লী বিদ্যুৎ সমিতি শতভাগ বিদ্যুৎ এলাকা ঘোষিত হলেও বিদ্যুৎ পাচ্ছে না অনেক গ্রাহক। সিটিজেন চার্টার উল্লেখিত নিয়ম অনুযায়ী অাবেদনের সাতদিনের মধ্যে সংযোগের নিয়ম থাকলেও মাসের পর মাস ঘুরেও সংযোগ পাচ্ছেনা অনেক বিদ্যুৎ সংযোগ প্রত্যাশি। বিধায় পরতে হচ্ছে দালালদের খপ্পরে। এমন দালালের শিকার হলেন উলিপুর জোনের নুরানির পার গ্রামের মহুবর রহমান।স্থানীয় সুত্রে জানা যায় মহুবর রহমান বিদ্যুৎ সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে দীর্ঘদিন যাবত বিদ্যুৎ অফিসে ঘুরে বিদ্যুৎ সংযোগে ব্যর্থ হয়ে এলাকা পরিচালক রশীদুল হায়দারকে ২০০০/-টাকা দেন।টাকা নিয়ে সংযোগ দিতে ব্যর্থ হলে গত রবিবার টাকা ফেরত চাইতে গেলে রশীদুল হায়দার ও তার ছোট ভাই শাইদুল সহ লাঞ্চিত করেন। বিষয়টি নিয়ে গ্রামে সালিশ বসলে অারও ৫০জন প্রতারিত সংযোগ প্রত্যাশি অাসেন যাদের প্রতেকের কাছে টাকা নিয়ে প্রতারনা করছেন।বিধায় সালিশে উপস্থিত হননি মর্মে অভিযোগ করেন মহুবর রহমান। রশীদুল হায়দারের সাথে কথা হলে তিনি বলেন অামি এসব করিনা।সাংবাদিকদের উপর চড়াও হয়ে বলেন অাপনাদের যা করার করেন।উলিপুর পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম এস,এম নাছির উদ্দিন এরসাথে মুঠফোনে কথা হলে তিনি বলেন এলাকা পরিচালক দ আমাদের অফিসের কোন কিছু না ওরা কুড়িগ্রাম পল্লী বিদ্যুত সমিতির আওতাধীন এবিষয়ে আমি কিছু বলতে পারবোনা।


আরো বিভন্ন নিউজ দেখুন