সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরীর লক্ষ্যে অবহিত করন সভা হয়েছে কক্সবাজারে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহিন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক বিভেষণ শোন কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ, টুরিস্ট পুলিশের সহকারি পুলিশ সুপার মেহরিন আলম,
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা।
সরকারের সার্বজনীন পেনশন স্কিম টি সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয় এই অবহিত করুন সভা থেকে।