ফরিদুল মোস্তফা খান:
ধন্যবাদ বাংলাদেশ পুলিশের আইডল সৎ দক্ষ বিচক্ষণ তুখোড় মেধাবী অপরাধ ও অপরাধীর আতংক কক্সবাজারের পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ।
আওয়ামীলীগ নেতা খুনের রহস্য উদঘাটন ও জড়িত খুনি নজিরবিহীন অল্প সময়ে গ্রেফতার করে আপনি ও আপনার সুদক্ষ জেলা পুলিশ প্রমান করেছে পাপ কোন দিন বাপকে ছাড়েনা।
তবে স্বাধীনতাবিরোধী মাস্কপড়া একটি স্বার্থান্বেষী মহল আপনি যা স্পষ্ট করে বলেন নাই তা প্রচার প্রসার করে সরকারও সরকারি দলের নেতাকর্মীদের ঢালাওভাবে মানহানি করে জনমনে বিরুপ পতিক্রিয়া সৃষ্টি করে চলছেন।
যা শাস্তিযোগ্য অপরাধ। সে যেই হোকনা কেন জরুরি ভিত্তিতে আইনের আওতায় না আনলে ওরা তিলকে তাল বানিয়ে কক্সবাজার জেলাকে উত্তপ্ত করে ফেলবে নিঃসন্দেহে।
কাজেই ওদেরকে চিহ্নিত করা এখন সময়ের দাবি বলে আমি মনে করছি।
পর্যটনের অফুরন্ত ক্ষতির কথাও ভাবছেননা চক্রটি।
লেখক পরিচিতি:
ওসি প্রদীপের অস্ত্র মাদক চাঁদাবাজি মামলার জেল ফেরত আাসামী।