• শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজার সার্চ মানবাধিকার সোসাইটির পক্ষে বিশ্ব মানবাধিকার দিবস পালিতকক্সবাজার থানা পুলিশের অভিযানে চাকুসহ ৫ ছিনতাইকারী আটকসাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি ও সম্মাননা দেবে বিএমএসএফআইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলমনতুন আইজিপি বাহারুল আলমবাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস : স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী সশস্ত্র বাহিনীর কোনো বিকল্প নেইদৈনিক সাঙ্গু ও একজন স্বপ্নসফল সম্পাদক কবির হোসেন সিদ্দিকীউত্তর কুতুবদিয়া পাড়ায় আগুন লেগে দুটি ঘর পুড়ে ছাই,ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকাসিফাত উদ্দিন উখিয়ার এবং বিমল চাকমা ঈদগাঁও’র নতুন ইউএনওনাজিম উদ্দিন কুতুবীকে বর্ষসেরা সাংবাদিক পুরষ্কার প্রদান:কক্সবাজারবাণী পরিবারের অভিনন্দন

মালেশিয়ায় করোনার উর্ধ্বগতি, ফের লকডাউন ২৮ জুন পর্যন্ত।

জালাল উদ্দিন তাজ
আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১

মালেশিয়া প্রতিনিধি:

মালেশিয়ায় করোনার প্রাদুর্ভাব
বেড়ে যাওয়ায় পূর্ণাঙ্গ লকডাউন পূর্বে ঘোষিত ১৪ জুন থেকে বাড়িয়ে ২৮ জুন পর্যন্ত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন।উর্ধ্বগতিতে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায়
লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানান।

তবে,প্রয়োজনীয় অর্থনৈতিক ও জরুরী পরিসেবা খাত খোলা রাখা হবে।পরিসেবা গুলোর মধ্যে রয়েছে, হাসপাতাল,ফার্মেসী,রেস্টুরেন্ট (তবে,রেস্টুরেন্টে বসে খাওয়ার অনুমতি নেই।প্যাকেটে করে বাসায় নিয়ে যেতে হবে)
,মুদির দোকান কাঁচাবাজার।এবং SOP মেনে বের হওয়া যাবে অনুমতিক্রমে।
এসময়কালে অন্যান্য সকল সেক্টর বন্ধ থাকবে।

পূর্ণাঙ্গ লকডাউন চলাকালীন সময়ে Sop মেনে চলতে হবে।
মালেশিয়ায় করোনা সংক্রমন নিয়ন্ত্রণে আনতে রোডব্লক সহ বিভিন্ন জায়গায় অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।

এসময়ে অহেতুক বের হওয়া, ঘুরাঘুরি করায় অনেককে লাঠি পিটা এবং জরিমানাও করা হয়েছে।

অপরদিকে, করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে যাওযায়।অবৈধ অভিবাসীদের আটক করতে বিভিন্ন জায়গায় জায়গায় অভিযান চালিয়েছে।অভিযান চালিয়ে গত কয়েকদিনে শতাধিক অবৈধ অভিবাসীদের আটক করেছে মালেশিয়ার ইমিগ্রেশন পুলিশ।
আটককৃতদের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত,পাকিস্তান, নেপালের নাগরিক।


আরো বিভন্ন নিউজ দেখুন