নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ও কোভিড-১৯ মহামারি মোকাবিলায় মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত-এর দিকনির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি/ইউনিট কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ উপলক্ষে রবিবার ০৯ মে বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ শাফকাত আলী, ওএসপি, বিএসপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) এবং ঘাঁটির অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১২শ জন এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, উক্ত মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঘাঁটি কর্তৃপক্ষ।