জোহানেসবার্গ টেস্টে ভীষণ চাপে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা। প্রোটিয়া পেসার এনরিক নরটজির পেস তোপে রোববার প্রথম ইনিংসে মাত্র ১৫৭ রানে গুটিয়ে গেছে লঙ্কানরা। বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে নরটজি একাই নিয়েছেন ছয়টি উইকেট। আরেক পেসার উইয়ান মাল্ডার নিয়েছেন তিন উইকেট।
প্রথম টেস্টে বাজেভাবে হারা শ্রীলঙ্কা জোহানেসবার্গেও ছন্দহীন। দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি দলটি। টপ অর্ডারের একমাত্র কুশল পেরেরা ছাড়া বাকিদের রান মোবাইল ডিজিটের মতো। লেজের সারির চামিরা ও সিলভার কল্যাণে দেড়শ অতিক্রম করে দ্বীপ রাষ্ট্রটি।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন ওপেনার কুশল পেরেরা। ৬৭ বলের ইনিংসে ১১টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। শেষের দিকে সিলভা ২৯ ও দুশমন্থ চামিরা ২২ রান করেন। অধিনায়ক করুনারত্নে ২ রানে ফেরেন সাজঘরে। ওয়ান ডাউনে নামা থিরিমান্নে করেন ১৭ রান। বাকিদের কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের রান।
১৪.৩ ওভারে ৫৬ রানে সর্বোচ্চ ৬ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিক নরটজি। মাল্ডার নেন তিন উইকেট। বাকি এক উইকেট পান সিপামলা।