কক্সবাজার শহরের পশ্চিম বাহার ছড়া এলাকায় ভুমিগ্রাসীদের হামলায় কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্র,তার মা ও ভাই সহ তিনজন গুরুতর আহত হয়েছে।
লুটপাট হয়েছে বাড়ির আসবাব পত্র সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।
৩ মে সোমবার দুপুর দেড় ঘটিকার দিকে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে আহত পরিবারের পক্ষে স্হানীয় আব্দু ছবুবের স্ত্রী ছেনোয়ারা বেগম কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এতে ওই এলাকার চিহ্নিত ভুমিগ্রাসী বাহাদুর সহ নাম অজানা ৪ ভুমিগ্রাসীকে আসামী করা হয়েছে।
আহতরা হচ্ছেন, বাদী ছেনোয়ারা বেগম,ছেলে আবিদুল ইসলাম মিশাল ও তারিকুল ইসলাম নিশাদ।
কক্সবাজার সদর মডেল থানার এস.আই মাজেদ ঘটনা ও অভিযোগের সত্যতা স্বীকার করে বলেছেন,অভিযোগ পেয়েছি।প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হচ্ছে।