কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি, এস.এম.সাদ্দাম হোছাইনের নির্দেশনায় ক্যান্সার আক্রান্ত এক রোগীকে নগদ অর্থ ও ইফতার সামগ্রী প্রদান করে সহায়তা করেছেন কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর হোছাইন।
রামু জোয়ারিয়ানালার চরপাড়া গ্রামের আবুল কাশেমকে উক্ত সহায়তা প্রদান করেন তিনি।
এ বিষয়ে মো: আলমগীর হোছাইন বলেন,কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, প্রিয় নেতা এস.এম.সাদ্দাম হোছাইন ভাই উক্ত রোগীর পাশে দাঁড়াতে নির্দেশনা প্রদান করেন। ভাইয়ের নির্দেশনায় অসহায় মানুষটির পাশে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বরাবরের মতো এস.এম.সাদ্দাম হোছাইন ভাইয়ের যেকোনো নির্দেশনা পালন করতে আমি উদগ্রীব।
সাহায্য প্রাপ্ত আবুল কাশেম বলেন, আমার দুঃসময়ে পাশে এসে দাঁড়ানোর জন্য আমি আলমগীর হোছাইন এবং আমার মামা… এস.এম.সাদ্দাম হোছাইন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।