বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা শাখার পক্ষে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবীতে কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা তথ্য অফিসার বরাবর কেন্দ্র ঘোষিত স্মারক লিপি প্রদান করেন।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২ টায় এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ কক্সবাজার জেলার সিনিয়র সদস্য বিশিষ্ট সাংবাদিক দৈনিক রূপালী সৈকত এর প্রকাশক ও সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, জেলা আহবায়ক মোঃ শহীদুল্লাহ, জেলা সদস্য আমানুল হক আমান, জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রিয়াজ মোর্শেদ, সদস্য মাস্টার সেলিম উদ্দিন, ইসমাইল শাহ প্রমূখ।
উল্লেখ্য করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে জেলা প্রশাসক কার্যালয়ের বিধি নিষেধের কারণে জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যসেবা কেন্দ্রের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং জেলা তথ্য অফিসার বরাবর স্মারকলিপিটি জেলা তথ্য অফিসের অফিস সহকারী মোঃ সাইফুল ইসলাম ও ঘোষক মোঃ মকবুল আহমদের মাধ্যমে জেলা তথ্য অফিসারের স্মারকলিপিটি প্রদান করা হয়।