টেকনাফ সাবরাং ইউনিয়নে আলোচিত প্রতিবাদী ছাত্রলীগ নেতা উসমান সিকদার হত্যার ঘটনায় কেফায়েত সহ ০৯ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার(০২ জানুয়ারী ) দুপুরে টেকনাফ মডেল থানায় মামলাটি দায়ের করেন ভিকটিম।
এসব তথ্য নিশ্চিত করে ওসি হাফিজুর রহমান জানান, উসমান হত্যার ঘটনায় কেফায়েত উল্লাহকে প্রধান করে ৯ জনকে এজাহার নামীয়সহ আরও ৫-৬ অজ্ঞাত আসামি করা হয়েছে।
বাকি আসামিরা হলেন-টেকনাফের কাটাবনিয়ার মো. কেফায়েত উল্লাহ, একই এলাকার মৃত মো. কাশেম, আবদুল্লাহ ওরফে খুলু মেম্বার, মো. শাকের, তার ভাই মকতুল হোসেন ওরফে মতলব, হারিয়াখালি শামশুল আলম, কচুবনিয়ার আবুল মনজুর, পুরান পাড়ার মৌলভী গফুর, আলীর ডেইল মেম্বার ছিদ্দিক আহমদ।
ওসি জানান, এর মধ্যে আবদুল্লাহ ওরফে খুলু মেম্বারের ছেলে মো. শাকেরকে গ্রেফতার করে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গত শুক্রবার ভোরে টেকনাফের কচুবনিয়া মাদক ব্যবসায়ীর হাতে হত্যা হন ছাত্রলীগ নেতা উসমান সিকদার।