• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
মহেশখালীতে ‘ফয়সাল ডাইন’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু” কিডনি পাথর রোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত ? “” কিডনি বিকলাঙ্গ রোগীর খাদ্য ব্যবস্থাপনা “কিডনি সুরক্ষায় করণীয়অবসর প্রাপ্ত সেনা সদস্যেকে জমি বিরোধের জেরে মারধর,, এএসইউ কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত এক আসামী গ্রেফতারকক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসের

আশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত

নিজস্ব প্রতিবেদক :
আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:


সফলতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন আশরাফ উল্লাহ খান নন-গভার্নমেন্ট টিচার্স’ রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি (NTRCA) কর্তৃক আয়োজিত ১৮তম নিবন্ধন পরীক্ষায় “আরবি প্রভাষক” বিষয়ের একজন প্রার্থী হিসেবে উত্তীর্ণ হয়ে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

আশরাফ উল্লাহ খান, পিতা মরহুম মাওলানা শফিকুল্লাহ খান ও মাতা মোশিদা খানমের পুত্র, পাঁচ ভাই-এক বোনের একটি সাধারন মধ্যবিত্ত পরিবারের গর্বিত সন্তান। এক নিবেদিত প্রাণ শিক্ষার্থীর জীবন যাত্রা আজ পরিণত হয়েছে একটি অনন্য অধ্যায়ে। আশরাফ উল্লাহ খানের বড় বোন, সাংবাদিক বদরুন্নেসা হ্যাপী করিম এ সাফল্যের খবরটি জানিয়ে বলেন-“আজ আমাদের পরিবারের গর্ব—আশরাফ। তার অদম্য সাধনা, পরিশ্রম এবং অধ্যবসায়ের ফল আজ হাতে এসেছে। সে একজন শিক্ষক হিসেবে সমাজকে আলোকিত করার যাত্রায় যেভাবে পা রাখলো, তা আমাদের সবার জন্যই এক অনুপ্রেরণা। “তিনি আরও বলেন, “আমি নিজে পরিবারের বড় সন্তান হলেও, আশরাফ পড়াশোনার প্রতি নিষ্ঠা ছিল তুলনাহীন। আল্লাহর অশেষ রহমতে আজ সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। এখন তার সামনে আরও বড় দায়িত্ব—জ্ঞান বিতরণ ও সমাজ গঠনে ভূমিকা রাখা।” বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে মেধাবী ও মানবিক শিক্ষক প্রয়োজন—যারা কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ থাকবেন না, বরং শিক্ষার্থীদের জীবনবোধ ও মূল্যবোধেও আলোকিত করবেন। আশরাফ এই অর্জন সেই আশার প্রতীক।

 

উল্লেখ্য, ১৮তম NTRCA চূড়ান্ত ফল প্রকাশিত হয় ২০২৫ সালের ৪ জুন। হাজারো প্রতিযোগীর মধ্য থেকে আরবি প্রভাষক পদে নির্বাচিত হওয়া নিশ্চিতভাবেই আশরাফ অধ্যবসায়ের অনন্য স্বীকৃতি।
আশরাফ এই সাফল্য কেবল তার পরিবারের জন্যই নয়, সমগ্র সমাজের জন্য একটি অনুকরণীয় উদাহরণ। একজন শিক্ষার্থীর এ ধরনের কৃতিত্ব প্রমাণ করে—সঠিক দিকনির্দেশনা, চেষ্টার দৃঢ়তা ও পরিবারের সহানুভূতিশীল ভূমিকা মিললে যেকোনো স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

🎓 আশরাফ উল্লাহ খান, ছোট ভাই তুমি এগিয়ে যাও—তুমি আলোর পথের দিশারি।


আরো বিভন্ন নিউজ দেখুন