• সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
মহেশখালীতে ‘ফয়সাল ডাইন’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু” কিডনি পাথর রোগীর খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত ? “” কিডনি বিকলাঙ্গ রোগীর খাদ্য ব্যবস্থাপনা “কিডনি সুরক্ষায় করণীয়অবসর প্রাপ্ত সেনা সদস্যেকে জমি বিরোধের জেরে মারধর,, এএসইউ কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত এক আসামী গ্রেফতারকক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসের

অবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলা

বার্তা পরিবেশক:
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক


কক্সবাজার সদর থানার উঠানে সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (১ জুন) হামলার শিকার বিবার্তা’র জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক গণসংযোগ ও দৈনন্দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল ফরহাদ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

এর আগে গত বুধবার (২১ মে) কক্সবাজার সদর মডেল থানায় হামলার শিকার হন। এসময় তার মোবাইল, মানিব্যাগ সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার (২১ মে) কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক গ্রেফতার হওয়ার সংবাদ সংগ্রহ করতে থানায় যায় সংবাদকর্মী ফরহাদ।
সংবাদ সংগ্রহ শেষে চলে আসার সময় রাত ১০ টায় সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকার আবুল হাসেমের ছেলে মারুফ হাসান তাসিন (২৫) ও গাফফারের ছেলে নয়ন (২৪) এর নেতৃত্বে ৮-১০ জনে অতর্কিত হামলা চালায়। এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এজাহারে আরও বলা হয়েছে, হামলার ঘটনা কক্সবাজার সদর থানার সিসিটিভি ক্যামরায় সংরক্ষিত আছে। সেখান থেকে ঘটনার সত্যতা পাওয়া যাবে এবং অজ্ঞাত আসামিদের সহজেই সনাক্ত করা যাবে।

এদিকে থানার ভিতর সংবাদকর্মীর উপর হামলার পর মারুফ হাসান তাসিন আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (নিজের ফেসবুক আইডি Maruf Khan থেকে) বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে হুমকি-ধমকি দিয়ে আসছেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার ভিতর সংবাদকর্মী ফরহাদের উপর হামলার ঘটনায় দণ্ডবিধি ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২) ধারায় আদালতে মামলার আবেদন করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এর আদালত মামলাটি গ্রহণ করে ট্যুরিস্ট পুলিশকে তদন্ত প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।

সংবাদকর্মীর উপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সংগঠনের নেতারা। সেসাথে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তাঁরা।


আরো বিভন্ন নিউজ দেখুন