বার্তা পরিবেশক:
ডিএসকে-কেএনএইচ-বিএমজেড প্রকল্পের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৬ মে ২০২৫ ইং তারিখে এবং খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৭ মে ২০২৫ ইং তারিখে মঞ্চায়িত হলো সচেতনতামূলক নাটক “জরিনার কুয়াল ভালা”।
স্থানীয় যুব পরিবর্তন সহায়কগণের অংশগ্রহণে পরিবেশিত এই নাটকটির মূল উদ্দেশ্য ছিল স্থানীয় জনগণের মাঝে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, সামাজিক ও আইনগত পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এই বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। নাটকটি বিনোদনমূলক উপায়ে একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা পৌঁছে দিতে সক্ষম হবে এবং যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ তৈরি করে।
নাটক মঞ্চায়নে কারিগরি সহযোগিতা প্রদান করে সেভ দ্যা চিল্ড্রেন ও বিটা এবং নাটকটি নির্দেশনায় ছিলেন রাশেদুল হক – ইয়ুথ অর্গানাইজার (সাবেক সভাপতি – ভিক্টোরিয়া কলেজ থিয়েটার)। নাট্য উপস্থাপনার পর একটি সংক্ষিপ্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত থেকে দর্শকদের মতামত গ্রহণ করেন ও তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।
আলোচনা পর্বে অংশ নেন প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক) মো: শফিকুল ইসলাম, নাছিমা শাহীন – টিএম (সিপি), চঞ্চলা পাল – টিএম (এসএইচজি) তাবাস্সুম জাহান – সিনিয়র অফিসার – এসসিআই, জয় বড়ুয়া – পিসি, বিটা, ।
স্থানীয় ইউথ গ্রুপের সদস্যগণ এবং প্রকল্প সংশ্লিষ্ট উপকারভোগী যেমন ইয়ুথ গ্রুপ সদস্য, আত্ম-সহায়ক দলের সদস্য, শিশু সুরক্ষা কমিটির সদস্যসহ বিভিন্ন স্থানীয় স্টেকহোল্ডার এবং এলাকাবাসী নাটকটি অত্যন্ত আগ্রহভরে উপভোগ করেন।
নাটক আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করেন অমিত সরকার, মোকাররম হাসান, প্রিয়া বড়ুয়া, যুক্তি বড়ুয়া, সহ স্থানীয় যুব স্বেচ্ছাসেবকগণ।
এই নাট্যপ্রদর্শনী বাল্যবিবাহ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এবং সামাজিক আচরণগত পরিবর্তন ঘটাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।