বার্তা পরিবেশক:
প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের উন্নয়নে এবং সাংবাদিকতার ধারণা প্রদানের লক্ষে যবদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
DSK-KNH-BMZ প্রকল্পের উদ্যোগে খুনিয়াপালং ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৩৩ জন যুব নারী-পুরুষকে নিয়ে “Training on Propagation and Citizen Journalism for Youth Change Agents” শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ১৯-২২ মে ২০২৫ তারিখে খুনিয়াপালং ইউনিয়ন MSC তে অনুষ্ঠিত হয়।
প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক) জনাব মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণের প্রথম ও দ্বিতীয় দিনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আরোজ ফারুক, কক্সবাজার প্রতিনিধি – দৈনিক কালের কণ্ঠ (মাল্টিমিডিয়া)। তিনি নাগরিক সাংবাদিকতার গুরুত্ব, তথ্য যাচাই ও ভুয়া খবর প্রতিরোধ, ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের কৌশল, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি বিষয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন।
তৃতীয় দিনের প্রশিক্ষক ছিলেন অধ্যাপক মঈনুল হাসান পলাশ, সম্পাদক ও প্রকাশক – দৈনিক সমুদ্র কণ্ঠ। তিনি যুবদের সমাজে সম্প্রীতি বজায় রাখতে নাগরিক সাংবাদিকতার ভূমিকা এবং তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।
চতুর্থ ও শেষ দিনে প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন মো. সোয়েব সাঈদ, সাধারণ সম্পাদক – রামু প্রেসক্লাব। তিনি মানবাধিকার, সম্প্রদায় সংবেদনশীলতা, মত প্রকাশের স্বাধীনতা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনা করেন।
প্রশিক্ষণ কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নে সহায়তা করেন রাশেদুল হক সরকার, মোকাররম হাসান, যুক্তি চাকমা ও প্রেয়সী চাকমা।
এই প্রশিক্ষণ যুব পরিবর্তন সহায়কদের নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ে সক্ষম করে তুলবে এবং তারা ভবিষ্যতে সামাজিক সংহতি, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।