সম্প্রতি কক্সবাজারের কয়েকটি পিন্ট পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে কতিপয় ব্যক্তি বিশেষ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত সিন্ডিকেট সংবাদ গুলো আমার দৃষ্টিগোচর হয়েছে।
সাংবাদিকদের তথ্য সরবরাহ করেন,এতে প্রকাশিত সংবাদে উপস্থাপিত তথ্য সম্পুর্ন কাল্পনিকভুয়া,,মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যে প্রনোদিত।সেসব খবরের তথ্য নিত্যন্ত বিভ্রান্তিকর। আমার কর্মস্থলে বিভ্রান্ত ছড়িয়ে ওইপদে কতিপয় ব্যক্তি নিয়োগ পেতে এবং আমার এলাকার পারিবারিক কতিপয় গুটিকয়েক শত্রু মহলের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ এসব সংবাদ।
ইতিপূর্বে শত্রুতার বশিভুত হয়ে গত আওয়ামীলীগ সরকার আমলের আওয়ামী চোরাকারবারি ও ইয়াবা কারবারি সিন্ডিকেটের কবলে আমার দুই নিরীহ ভাই’কে মেরে ফেলা হয়েছে প্রশাসনের দুর্লোভী কিছু উচ্চ বিলাসী সদস্যদের ব্যবহার করে।আমার ভাইয়ের রক্তের দাগ আর শোক না শোকাতেই আমাকে ঘায়েল করতে পুর্বের ন্যায় ফের ষড়যন্ত্রে মেতে উঠেছে।আমি বরাবরই মাদকের বিরুদ্ধে থাকা একজন ব্যক্তি।আমাদের এলাকায় মাদক কারবারে জড়িত অনেকেই নিজেদের চোরাকারবার, ইয়াবা কারবার নির্বিঘ্ন করতে,নিজেদের অপরাধ ঢাকা দিতে মিথ্যার আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচারে মেতে উঠেছে।আমি সংবাদে উপস্থাপিত তথ্যের কোনটার সাথে জড়িত নয়।যেখানে আমি মাদকে জড়িত নয়,সেখানে ইয়াবা ঘায়েবের তথ্য সম্পুর্ন অবান্তর প্রচারণা ছাড়া কিছুই নয়।আমার দুই ভাই’কে মেরে ফেলার পর আমাকেও একাধিকবার মেরে ফেলতে চেয়েছে।রাতের আধারে হামলা চালিয়েছে।মেরে ফেলতে ব্যর্থ হয়ে খুন, মাদক সহ একাধিক মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।এসব মামলায় লাখ-লাখ টাকা বিনিয়োগ করেছে আমাদের এলাকার মাদক সংশ্লিষ্ট শত্রু পক্ষ।আল্লাহর রহমতে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এখনো বাচিঁয়ে রেখেছে।পুর্বের ষড়যন্ত্রের অংশ হিসেবে সেসব শত্রুরা আমার ক্ষতিসাধনে পিছু লেগেছে।তারাই মোটাংকের টাকা বিনিয়োগ করে, সাংবাদিকদের মিথ্যা তথ্য সরবরাহ করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে।এ ক্ষেত্রে
আমি সম্পুর্ন নিরাপরাধ। এসব ষড়যন্ত্রকারীরা আমার মৃত্যু না হওয়া পর্যন্ত আমার বিরুদ্ধে বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র অব্যাহত রাখবে।কিছুদিন পর-পর মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার যেনো তাদের মামুলি ব্যাপার। আবার সেসব কিছু সুবিধাভোগী সিন্ডিকেট লোকের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার কিংবা পোস্ট দিয়ে প্রচারণা চালায়।আবার এমনও আছে, নিজেরাই নিউজ লিখতে জানেনা,নিউজের ক্রেডিট লাইনে নাম না থাকায় সেসব নিউজ প্রচারণা চালায় এবং নিজেদের সাংবাদিক হিসেবে জাহির করে।অবিশ্বাস্য হলেও সত্য যে,আমাকে নিয়ে গুটিকয়েক ব্যক্তি (আন্ডার মেট্রিক)নিজেদের সাংবাদিক হিসেবে বাহবা নেওয়া ও পরিচয় দেওয়ার সুযোগ লুফে নিচ্ছে।তার জন্য অপসাংবাদিকদের দৌরাত্ম্য বাড়ছে।আমার বিরুদ্ধে করা নিউজের কোন ভিত্তি নেই।শত্রু পক্ষ ইয়াবা কারবারি ও চোরাকারবারি।তারা মিথ্যা তথ্য দিয়ে টাকার বিনিময়ে মিথ্যাচার করাচ্ছে।
আমি উক্ত সংবাদগুলোর বিষয়ে আইনপ্রয়োগকারী সংস্থা সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাছি এবং উক্ত সংবাদের জোর প্রতিবাদ জানাচ্ছি।
নিবেদক:মো:মনির
ধামনখালী,উখিয়া।