কক্সবাজার জেলার রামু ও উখিয়ায় বাস্তবায়নাধীন DSK-KNH-BMZ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এনজিও বিষয়ক ব্যুরোর সম্মানিত এসাইনমেন্ট অফিসার জনাব শরিফ আহমদ। দিনব্যাপী এ সফরে তিনি প্রকল্পের মাঠ পর্যায়ের উদ্যোগ, অংশগ্রহণকারী যুব ও আত্মসহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
প্রথমে তিনি আত্মসহায়ক দলের সদস্যদের সাথে কথা বলেন, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানেন এবং দলের সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত সেলাই (টেইলারিং) প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
এরপর তিনি দক্ষিণ মিঠাইছড়ি ইউনিয়নের যুব পরিবর্তন সহায়ক (Youth Change Agents) সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। যুবরা জানান, DSK-KNH-BMZ প্রকল্পের সহায়তায় তারা নিয়মিত মাসিক সভা করছেন এবং ‘Youth Leadership’, ‘Human-Centered Design’, ‘Core Humanitarian Standard’, ‘Problem Solving’ ও ‘Citizen Journalism’ বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন সম্পন্ন করেছেন। উল্লেখ্য, এই ইউনিয়নের ১১ জন যুব নারী বিউটি পার্লার এবং ৪ জন (২ জন নারী ও ২ জন পুরুষ) ড্রাইভিং প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কাজ শুরু করেছেন। এই সহযোগিতার জন্য যুবরা ডিএসকে’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জনাব শরিফ আহমদ যুবদের উদ্যম ও সচেতনতা দেখে অভিভূত হন এবং ভবিষ্যতে তাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
পরবর্তীতে তিনি CBCPC (Community Based Child Protection Committee) সদস্যদের সাথে মতবিনিময় করেন। কমিটির সদস্যরা তাদের দায়িত্ব, ভূমিকা ও অর্জনসমূহ তুলে ধরেন।
তিনি DSK-KNH-BMZ প্রকল্পের অফিস পরিদর্শন করেন। অফিসে তাকে অভ্যর্থনা জানান প্রকল্পের সিনিয়র ম্যানেজার মোঃ মর্তুজ আলী, টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক) মোঃ শফিকুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার (CP) নাছিমা শাহীন, টেকনিক্যাল ম্যানেজার (SHG) চঞ্চলা পাল, সিনিয়র সাইকোলজিস্ট শোয়েব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র বিশ্বাস, কমিউনিকেশন অফিসার অমিত চন্দ্র সরকার, ইনফরমেশন অফিসার কামরুন্নাহার, ইয়ুথ অর্গানাইজার রাশেদুল হক সরকার, SHG অর্গানাইজার আব্দুর রহমান,
ইয়ুথ মবিলাইজার মোকাররম হাসান এবং কাউন্সেলিং অফিসার ফাইজা সাদিয়া, সহকারী কর্মকর্তা (প্রশাসন) সুমাইয়া সেতু
এছাড়াও তিনি ক্যাম্প-১৫ পরিদর্শন করে রোহিঙ্গা নারীদের সাথে কথা বলেন এবং তাদের হাতে বানানো কাজ ও টেইলারিং কাজ দেখেন।
প্রকল্প কার্যক্রম, ভিডিও ডকুমেন্টারি এবং কক্সবাজার অঞ্চলে বাস্তবায়িত অন্যান্য DSK প্রকল্প সম্পর্কে অবহিত হওয়ার পর তিনি DSK-KNH-BMZ প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এছাড়াও তিনি গত ০৯ মে ২০২৫ইং তারিখে তিনি DSK-UNICEF Urban WASH প্রকল্পের
Climate Resilient Desalination Water Treatment Plant with ATM এবং Public Toilet Construction Works দেখেন এবং সর্বোপরি ডিএসকে-র কার্যক্রম পরিদর্শন করে প্রকাশ করেন।