• শনিবার, ১৪ জুন ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসেরবাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক অনুষ্ঠিতযুবদের নিয়ে নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নঅপরাধ দমনে কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি ইমন কান্তি চৌধুরীফরিদুল মোস্তফার ৬ মিথ্যা মামলা প্রত্যাহার চাই বিএমএসএফভুলন্ঠিত মানবতা বিচারের বাণী নিভৃতে কাঁদে ৬ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মিথ্যা মামলা, পুলিশী ষড়যন্ত্রে আটকে আছে পাসপোর্ট

উখিয়া ও টেকনাফের গহীন পাহাড়ে যৌথবাহিনীর অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

নুরুল ইসলাম বিজয় :
আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫

নুরুল ইসলাম বিজয়, উখিয়া


কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহিন পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে উখিয়া ও টেকনাফ উপজেলার বিভিন্ন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, উখিয়া ও টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়ার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূল, ডাকাত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সকাল থেকে যৌথ বাহিনীর অভিযান চালায়। দীর্ঘদিন ধরে অপহরণকারী ও ডাকাত দলের সদস্যরা নিরীহ মানুষদের সুযোগ পেলে অপহরণ করে পাহাড়ে আটকে রাখছেন। তাই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনায় পাহাড়ে পাহাড়ে সকল বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান বলেন, টেকনাফের রঙ্গী খালি পাহাড় এবং কুদুম গুহা পাহাড়ের বিভিন্ন জায়গায় যৌথ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক পাওয়া যায়। অভিযানে কোনো আসামি পাওয়া যায় নাই।

অভিযানে উদ্ধারকৃত আলামত- দেশী এলজি ২টি, ওয়ান শুটার ১টি, শর্ট গান তাজা কার্তুজ ৪টি, তাজা ৭.৬২ মিমি কার্তুজ ৮টি, ইয়াবা ২০৫০ পিচ, গাঁজা ১০০ গ্রাম, ক্রিজ ৩টি, রামদা ২টি, দা ২টি, ছুরি ২টি সহ অস্ত্র ও উদ্ধার উদ্ধার করা হয়েছে। অপরদিকে শামলাপুর পাহাড় এলাকায় অভিযান পরিচালনা কালে কিছুই পাইনি।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান বলেন, অপরাধীচক্র যত শক্তিশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে র‌্যাব দৃঢ়প্রতিজ্ঞ। অপরাধ কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভন্ন নিউজ দেখুন