সংবাদ বিজ্ঞপ্তি:
DSK-KNH-BMZ প্রকল্পের উদ্যোগে দক্ষিণ মিঠাইছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৩৪ জন যুব নারী-পুরুষকে নিয়ে “Training on Propagation and Citizen Journalism for Youth Change Agents” শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফল ভাবে সম্পন্ন হয়েছে। ৫ মে ২০২৫ সোমবার দক্ষিণ মিঠাইছড়ির MSC তে এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক সমুদ্র কণ্ঠের সম্পাদক ও প্রকাশক অধ্যাপক মঈনুল হাসান পলাশ । তিনি নাগরিক সাংবাদিকতার গুরুত্ব, তথ্য যাচাইয়ের কৌশল এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে যুবদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
প্রশিক্ষণের দ্বিতীয় দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। তিনি মানবাধিকার ও সম্প্রদায় সংবেদনশীলতা, সহানুভূতির সাথে প্রতিবেদন তৈরি, আইনি ও নৈতিক দিক, মত প্রকাশের স্বাধীনতা, গোপনীয়তা ও সুরক্ষা নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণের তৃতীয় ও চতুর্থ দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন কালের কন্ঠ ডিজিটাল প্রতিনিধি ও দৈনিক আপন কন্ঠের মফস্বল সম্পাদক আরোজ ফারুক। তিনি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের কৌশল, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির কৌশল, তথ্য যাচাই ও ভুয়া খবর প্রতিরোধ, নাগরিক সাংবাদিকতায় নিরাপত্তা ঝুঁকি ও প্রতিকার নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে ইয়ুথ অর্গানাইজার জনাব রাশেদুল হক সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র ম্যানেজার জনাব মো: মর্তুজ আলী। প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনায় অংশ নেন মো: শফিকুল ইসলাম, টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক)। এছাড়া ডিএসকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নাছিমা শাহীন (টেকনিক্যাল ম্যানেজার, CP), অমিত চন্দ্র সরকার (কমিউনিকেশন অফিসার), কামরুন্নাহার (ইনফরমেশন অফিসার), মোকাররম হাসান, যুক্তি চাকমা ও প্রিয়া বড়ুয়া।
এই প্রশিক্ষণের মাধ্যমে যুব পরিবর্তন সহায়কগণ নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করেন। তারা সামাজিক সংহতি, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবেন। প্রশিক্ষণটি যুব সমাজকে শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএসকে-কেএনএইচ-বিএমজেড প্রকল্পের এ ধরনের উদ্যোগ যুব সমাজকে সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।