• শনিবার, ১৪ জুন ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে রামুর শীর্ষ ডাকাত শাহীন গ্রেফতার: সীমান্তে চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসানআশরাফ অর্জনে আলো ঝলমল এক পরিবার: ১৮তম NTRCA পরীক্ষায় “আরবি প্রভাষক পদে সুপারিশপ্রাপ্তমহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবাঅবশেষে কক্সবাজার থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলাঅফিস বন্ধের আগে প্রিপেইড মিটারে রির্চাজ করা ও জুনের মধ্যে বকেয়া বিল আদায়ের আহবান কক্সবাজার বিদ্যুৎ অফিসেরবাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক নাটক অনুষ্ঠিতযুবদের নিয়ে নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্নঅপরাধ দমনে কক্সবাজারের শ্রেষ্ঠ ওসি ইমন কান্তি চৌধুরীফরিদুল মোস্তফার ৬ মিথ্যা মামলা প্রত্যাহার চাই বিএমএসএফভুলন্ঠিত মানবতা বিচারের বাণী নিভৃতে কাঁদে ৬ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মিথ্যা মামলা, পুলিশী ষড়যন্ত্রে আটকে আছে পাসপোর্ট

উখিয়ায় ২৪ ঘণ্টায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ

নুরুল ইসলাম বিজয় :
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫

নুরুল ইসলাম বিজয়, উখিয়া


কক্সবাজারের উখিয়ায় ২৪ ঘণ্টায় পৃথক স্থান থেকে নবজাতক, নারী ও পুরুষ সহ তিন জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলি এলাকায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি মোহাম্মদ মনজুর আলম (৪৫) নামের একজনের মৃতদের উদ্ধার করে পুলিশ৷ তিনি রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের নন্দা খালী মুড়া পাড়া এলাকার মৃত আলি আহমেদের পুত্র।

একই দিন মঙ্গলবার সকালে উপজেলার ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের এস/০২ বি-০২ ব্লকের বসতবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মোছা. রফিকা বেগম নামের একজন রোহিঙ্গা কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ ঐ তরুনী একই ক্যাম্পের মো. নুরুল আমিনের মেয়ে৷

গতকাল সোমবার উপজেলার ১৩নং রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি বাঁশের ঝুপড়ি থেকে নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটেছে রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার রাস্তার পাশে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। একই দিন ২০নং ক্যাম্পে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ৷ তৃতীয় মরদেহটি সোমবার দুপুরে নবজাতকের বাঁশের পাশে পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়৷

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, মঙ্গলবার সকালে পৃথকভাবে ২টি লাশ উদ্ধার করা হয়েছে৷ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। এর আগে একজন নবজাতকের অর্ধগলিত মরদেহ ক্যাম্পে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে৷


আরো বিভন্ন নিউজ দেখুন