• শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে পাহাড় ধস : পৃথক ঘটনায় মা-শিশুসহ ৬ জনের মৃত্যু বৃষ্টি বিপর্যস্ত কক্সবাজার,হোটেল কক্ষে বন্দি পর্যটকরা; পাহাড় ধসে দুই পরিবারের ছয়জনের মৃত্যু এখন থেকে কক্সবাজারে কোনো পুলিশকে ঘুষ দিতে হবে না: নবনিযুক্ত এসপি কুতুবদিয়ার শীর্ষ ডাকাত শাহরিয়া অস্ত্র সহ আটক ১০ম গ্রেডে বেতনের দাবীতে কক্সবাজার সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান হুইপ কমলের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার না করার দাবী অনুসন্ধানী সাংবাদিকতায় স্বর্ণপদকসহ চার সাংবাদিককে সম্মাননা দিবে বনেক ত্রিশালে অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলা কক্সবাজারের নতুন ডিসি সালাউদ্দিন আহমেদ বন্যার্তদের সেবায় নিঃস্বার্থ পেশাগত দায়িত্ব ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনকারী দুই সেনা  সদস্যের সাথে সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান

ইয়াবা ও নাফ টিভির বার্তা সম্পাদক সহ আটক ২,অনেকেই অধরা

কক্সবাজারবানী’র সাথে থাকুন
আপডেট : সোমবার, ২২ মার্চ, ২০২১

ফরিদুল মোস্তফা খান :

টেকনাফের দুইজন ইয়াবা কারবারী সাংবাদিক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায় ১৭ হাজার ৬৪৫ পিস ইয়াবাসহ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর হাতে
আটক হয়েছে।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার মো. কাইয়ুম শরীফের ছেলে মো. শহিদুল ইসলাম (২৮),ও মো. আমিনের ছেলে কবির আহাম্মেদ (৩১)। তারা দুইজনই অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ প্রতিদিন এবং নাফ টেলিভিশন এর সাংবাদিক বলে দাবি করে কার্ড প্রদর্শন করেছেন।
রবিবার (২১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব ৭’ জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে বিপুল পরিমান মাদক নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে রবিবার (২১ মার্চ ) সকাল সাড়ে ১১টার দিকে র‍্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে শহিদুল ইসলাম (২৮),ও কবির আহাম্মেদ (৩১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

পরে আটককৃত আসামিদের দেখানো ও শনাক্ত মতে নিজ হেফাজতে থাকা মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতর থেকে ১৭,৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি (চট্ট-মেট্রো-ল-১৪-২৯৪০) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৪ লক্ষ টাকা।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, ‘আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম (২৮), কবির আহাম্মেদ (৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা দুইজনই দুটি সংবাদপত্রের আইডিকার্ড প্রদর্শন করে ও নিজেদেরকে টেকনাফ প্রতিদিন এবং নাফ টেলিভিশন এর বার্তা সম্পাদক ও সাংবাদিক বলে দাবি করে। এসময় তাদের মোটর সাইকেল তল্লাশি করে ১৭,৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’পরে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে শুধু নাফ টিভি নয়, টেকনাফ ককসবাজারে এই রকম আরও অহরহ সাংবাদিক নামধারী পুলিশ ও প্রশাসনের দালাল রয়েছে যারা সাংবাদিকতার মহান পেশাকে ঢাল হিসেবে ব্যাবহার করে মাদক ব্যাবসা করে শীর্ষ জাতীয় দৈনিকে পর্যন্ত কাজ করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে দীর্ঘ দিন ধরে।
অতএব এব্যাপারে প্রয়োজনীয় তদন্ত পুর্বক জরুরী আইনগত ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
তারা বলেন,গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসন চাইলেই সাংবাদিক পরিচয়ী মাদক ব্যাবসায়ীদের মাত্র এক সপ্তাহে আইনের আওতায় আনতে পারেন।


আরো বিভন্ন নিউজ দেখুন

ই-পেপার